মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের শুরুর দিন সোমবার ২৩৪৭৮২ জন যাত্রী মোবাইল কিউআর টিকিট কেটেছেন। যা গত সোমবারের প্রায় দ্বিগুণ। আগের সপ্তাহে মোট সংখ্যা ছল ১১৭৮৭। সেই কথা মাথায় রেখেই মেট্রোর এই সিদ্ধান্ত। ভিড় এড়াতে এখন অনেকেই কিউআর টিকিটের দিকে ঝুঁকছেন।