Kolkata Metro: মোবাইল অ্যাপে কাটা যাবে কিউআর টিকিট, মিলবে বিশেষ ছাড়, জেনে নিন কোন কোন রুটে

Published : Aug 27, 2025, 09:08 AM IST

কলকাতা মেট্রোতে এবার সমস্ত রুটেই মোবাইলে QR টিকিট কাটা যাবে। আমার কলকাতা মেট্রো অ্যাপ ব্যবহার করে যাত্রীরা টিকিট কিনতে পারবেন এবং ৫% ছাড় পাবেন। এই পরিষেবা চালুর প্রথম দিনেই রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছে।

PREV
15

পুজোর আগে মেট্রো যাত্রীদের জন্য বিরাট উপহার। এবার থেকে সমস্ত মেট্রো রুটেই মোবাইলে কাটা যাবে কিউআর টিকিট। পাশাপাশি কাগজের কিউআর টিকিটও মিলবে। মঙ্গলবার থেকেই শুরু হল এই পরিষেবা। আর প্রথম দিনেই টিকিট বিক্রি গড়ল রেকর্ড। 

25

বাজারে এল আমার কলকাতা মেট্রো অ্যাপ। যা ব্যবহার করে কিউআর টিকিট কাটতে পারবেন যাত্রীরা। আগে শুধু মাত্র গ্রিন লাইন, ব্লু লাইন ও অরেঞ্জ লাইনে মিলত এই পরিষেবা। এবার থেকে পার্পেল ও ইয়েলো লাইনেও এভাবেই টিকিট কাটা যাবে। এর দ্বারা যাত্রা হবে আরও সহজ। 

35

এবার থেকে টিকিট কাউন্টেরে লম্বা লাইন দিয়ে দাঁড়ানোর দিন শেষ। অনলাইনে কাটতে পারবেন টিকিট। সেই সঙ্গে মিলবে বিশেষ ছাড়। মিলবে টিকিটের মূল্যের ওপর ৫ শতাংশ ছাড়। সব মিলিয়ে বিরাট সুবিধা চালু হল কলকাতা মেট্রো রেলে। 

45

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের শুরুর দিন সোমবার ২৩৪৭৮২ জন যাত্রী মোবাইল কিউআর টিকিট কেটেছেন। যা গত সোমবারের প্রায় দ্বিগুণ। আগের সপ্তাহে মোট সংখ্যা ছল ১১৭৮৭। সেই কথা মাথায় রেখেই মেট্রোর এই সিদ্ধান্ত। ভিড় এড়াতে এখন অনেকেই কিউআর টিকিটের দিকে ঝুঁকছেন।

55

সম্প্রতি নতুন লাইন খোলার পর ভিড় নিয়ন্ত্রণে রাখতে এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে টিকিট কেনার জন্য মেট্রো স্টেশনগুলোতে ঘন ঘন ঘোষণাও হচ্ছে। পুজোর আগে এমনিতেই মেট্রো যাত্রীদের ভিড় হয় চোখে পড়ার মতো। এবার থেকে আর মেট্রোতে যাত্রা করতে গেলে টিকিটের লাইনে দাঁড়াতে হবে না। এই নতুন ব্যবস্থায় যাত্রা হবে আরও সহজ।

Read more Photos on
click me!

Recommended Stories