হাওড়া থেকে মেট্রোতে সল্টলেক যেতে কত ভাড়া লাগবে? নয়া ভাড়ার তালিকা দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ

Published : May 01, 2025, 09:08 AM IST

বহু প্রতীক্ষার পর পূর্ব-পশ্চিম মেট্রোর (Kolkata Metro) চাকা গড়াবে। জানা যাচ্ছে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত টানা মেট্রো চলবে। তবে কত ভাড়া দিতে হবে এর জন্য? দেখে নিন নয়া ভাড়ার তালিকা।

PREV
115

নয়া ভাড়ার তালিকা দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

215

আর কয়েকদিনের মধ্যেই ইস্ট ওয়েস্ট মেট্রোর চাকা গড়াবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত টানা মেট্রো চলবে।

415

রেলওয়ে সেফটি কমিশনার ইতিমধ্যেই ছাড়পত্র দিয়ে দিয়েছে। আর এখন শুধু হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা।

515

কলকাতার নিত্যযাত্রীদের এবার বহুদিনের স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে।

615

জানেন কি হাওড়া থেকে মেট্রো করে সল্টলেক আসতে গেলে কত টাকা ভাড়া দিতে হবে?

715

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ১৬.৫ কিলোমিটার রুট পেরোতে সময় লাগবে ৩৫ মিনিট।

815

এতদিন যেখানে বাসে বা অন্য কোন গাড়িতে এই পথ পাড়ি দিতে দেড় ঘন্টার বেশি সময় লাগতো এবং ভাড়াও দিতে হতো অনেকটা বেশি।

915

সূত্রের খবর, নতুন এই রুটে যাত্রা করতে যাত্রীদের সর্বোচ্চ ৩০ টাকা গুনতে হবে।

1015

মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই রুটে ভাড়া কিলোমিটার স্ল্যাবে গণনা করা হবে।

1115

অর্থাৎ, ০ থেকে ২ কিলোমিটার পর্যন্ত ৫ টাকা, ২-৫ কিলোমিটার পর্যন্ত ১০ টাকা, ৫-১০ কিলোমিটার পর্যন্ত ২০ টাকা এবং ১০-২০ কিলোমিটার পর্যন্ত ৩০ টাকা।

1215

আর সেই সূত্র ধরে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

1315

নতুন এই মেট্রো রুট হাওড়া এবং সল্টলেককে একসঙ্গে জুড়ে দেবে। এতদিন করে দুটি অংশ আলাদাভাবে চালু ছিল।

1415

একদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, আবার অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। 

1515

আর এবার দুই সেকশন একসঙ্গে যুক্ত হচ্ছে। ফলে তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর।

click me!

Recommended Stories