Pakistan PM You tube Blocked News: পাক সরকারের বিরুদ্ধে ফের ডিজিটাল স্ট্রাইক ভারতের। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের….
Pakistan PM You tube Blocked News: পাক সরকারের বিরুদ্ধে ফের ডিজিটাল স্ট্রাইক ভারতের। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইউটিউব অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দিলো কেন্দ্রীয় সরকার (Pak PM Youtube Block)। জানা গিয়েছে, শুক্রবার কেন্দ্র সরকারের তরফে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ব্যক্তিগত ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi)।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে কার্যত রণংদেহী ভূমিকা নিয়েছে ভারত। এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে চলতি সপ্তাহের শুরুতেই পাকিস্তানের ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, জিও নিউজ এবং বোল নিউজের মতো ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে। এবার খোদ প্রধানমন্ত্রী শাহবাজের ইউটিউব ভারতে বন্ধ করল নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi on Pakistan)।
জানা গিয়েছে, ইরশাদ ভাট্টি, আসমা শিরাজী, উমর চিমা এবং মুনীব ফারুকের মতো কয়েকজন সাংবাদিকের ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেই সঙ্গে ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার শোয়েব আখতারের চ্যানেলও ভারতে ব্লক করা হয়েছে। শুধু তাই নয়, ভারত পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনাকে "পক্ষপাতদুষ্ট প্রতিবেদন" করার জন্য বিবিসিকেও (BBC) সতর্ক করেছে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের তরফে বিবিসির ভারত প্রধান জ্যাকি মার্টিনের কাছে তাদের উদ্বেগ জানানো হয়েছে।

অন্যদিকে, পলেহগাঁও আবহে ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। দুই দেশই সীমান্তে তৎপর। ভারতীয় সেনাদের মধ্যে জারি করা হয়েছে হাই-অ্যালার্ট। এই অবস্থায় পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারত আক্রমণের হুঁশিয়ারি দিল বাংলাদেশ। বাংলাদেশের টার্গেট উত্তর-পূর্বের সাত রাজ্য। যদিও এই প্রথম নয়, এর আগে একাধিকবার বাংলাদেশ উত্তর-পূর্বের রাজ্যগুলির ওপর কু-নজর দিয়েছে।
এদিকে, পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো তাদের দেশের সন্ত্রাসবাদীদের সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করে বলেছেন যে, পাকিস্তানের একটি অতীত আছে। আর সেই অতীতের কথা সকলেই জানে। এর আগে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সমর্থন ও অর্থায়নের কথা স্বীকার করার পর এই মন্তব্য পকিস্তানের জঙ্গি যোগ নিয়ে মন্তব্য করেছেন ভুট্টো।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


