West Bengal News: প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে। খবর জানাজানি হতেই স্ত্রীকে খুনের হুমকি তৃণমূলের ব্লক সভাপতির। কোথায় ঘটল এই ঘটনা? বিশদে জানুন সম্পূর্ণ প্রতিবেদন পড়ে।
Nadia: দ্বিতীয় বিয়ে এবং সেই স্ত্রীকে খুনের হুমকি। শান্তিপুর ব্লক "এ" ব্লক সভাপতি সুব্রত সরকারকে শান্তিপুর ব্লক তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দিল দল। জানা গিয়েছে, প্রথম বিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ে। সেই দ্বিতীয় স্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতার বিরুদ্ধে। অবশেষে শান্তিপুর-এ ব্লকের সভাপতি সুব্রত সরকারকে পদ থেকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব। তাঁর বিরুদ্ধে দল তদন্ত শুরু করেছে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, নিজের প্রথম সম্পর্ক লুকিয়ে শান্তিপুরের এক তরুণীকে বিয়ে করেছিলেন সুব্রত। সম্প্রতি সুব্রতর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন ওই যুবতী। তাঁর অভিযোগ, সুব্রত বিবাহিত হওয়া সত্ত্বেও সেই সম্পর্ক লুকিয়ে তাঁকে বিয়ে করেছিলেন। তিনি তা জেনে যাওয়ায় ক্রমাগত তাঁকে খুনের হুমকি দিতে থাকেন।
এদিকে বিষয়টি প্রকাশ্যে আসায় বিতর্ক শুরু হয়। তৃণমূল সূত্রের খবর, শান্তিপুর সভাপতির পদ সরিয়ে দিয়েছে রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্ব। তাঁকে পদ থেকে অপসারণ করে তদন্ত করবে দল। রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি তৃণমূলের দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘’বিতর্ক হওয়ায় সুব্রতকে আপাতত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দলীয়ভাবে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। তারপর সিদ্ধান্ত নেবে জেলা নেতৃত্ব থেকে।''
যদিও পদ অপসারণের চিঠি এখনও হাতে পাননি বলে অভিযুক্ত ব্লক সভাপতি সুব্রত সরকার বলেন, ‘’বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আমি হাতে অপসারণের কোনও চিঠি পাইনি। জানি না দল কী সিদ্ধান্ত নিয়েছে।'' যদিও দলের একটি অংশ তাকে রাজনৈতিকভাবে অপদস্ত করতে তাকে কালিমা লিপ্ত করতে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, অল্প সময়ের মধ্যেই শান্তিপুরের অন্যতম গুরুত্বপূর্ণ ব্লক এ তৃণমূলের সভাপতি দায়িত্ব পেয়েছিলেন সুব্রত। সম্প্রতি তাঁর দ্বিতীয় বিয়ে এবং সেই স্ত্রীকে খুনের হুমকির অভিযোগ প্রকাশ্যে আসার পর জেলা রাজনীতিতে তোলপাড় শুরু হয়। সেকারণে তাঁকে সভাপতির পদ থেকে সরানো হয়েছে বলেই তৃণমূল সূত্রে জানা গিয়েছে। ২৬-এ বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে সুব্রতর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হয় সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


