এই রুটে মেট্রো চালু হয়ে গেলে সরাসরি নিউগড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত যাতায়াত করা যাবে। স্টেশনগুলি হল- নিউগড়িয়া, SRFIT এলাকা, অজয়নগর, কালিকাপুর, রুবি। নতুন রুট চালু হলে প্রথম স্টেশন হবে ভিআপি বাজার, তারপর ঋত্বিক ঘটক স্টেশন, তারপর সায়েন্সসিটি স্টেশন। তারপরে বেলেঘাটা।