১১ মিনিটেই হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছে দেবেন মোদী, কলকাতা মোট্রোর ৩ রুট বঙ্গবাসীকে পুজোর উপহার

Published : Aug 16, 2025, 02:54 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুজোর উপহার বাঙালিদের। একই সঙ্গে তিনটি রুটের মেট্রো উদ্বোধন করবেন মোদী। এমনিতেই মেট্রো নিয়ে বাঙালিদের বাড়তি উন্মাদনা রয়েছে।

PREV
15
মোদীর পুজোর গিফট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুজোর উপহার বাঙালিদের। একই সঙ্গে তিনটি রুটের মেট্রো উদ্বোধন করবেন মোদী। এমনিতেই মেট্রো নিয়ে বাঙালিদের বাড়তি উন্মাদনা রয়েছে। তাই পুজোর মুখে মেট্রোর উদ্বোধন বিশেষ মাত্রা এনে দেবে বলেও মনে করেছে অনেকে। ২২ অগস্ট, আগামী শুক্রবার তিন রুটের মেট্রোর উদ্বোধন করবেন তিনি।

25
দমদমে প্রশাসনিক কর্মসূচি

মেট্রো রেল সূত্রের খবর, দমদমে প্রশাসনিক কর্মসূচি রয়েছে। সেখান থেকে একই সঙ্গে তিনটি রুটের মেট্রো পরিষেবা উদ্বোধন করবেন তিনি। যারমধ্যে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটেরের মেট্রো। বাকি দুটি হল বেলেঘাটা-রুবি ও নোয়াপাড়া ও বিমানবন্দর মেট্রো পরিষেবা। বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই এই খবর জানান হয়েছে। রেল সূত্রের খবর ইতিমধ্যেই া আমন্ত্রণপত্র বিলি করা হয়েছে।

35
এসপ্ল্যানেড-শিয়ালদহ রুট

বউবাজার জটের কারণে দীর্ঘ দিন ধরেই এই রুটে মেট্রো চলাচল করতে পারেনি। যদিও এই রুটে কাটা সার্ভিসে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও সেক্টরফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলাচলা করত। কিন্তু বউবাজার এলাকার মেট্রো পরিষেবা চালু হলে একটানা হাওড়া থেকে শিয়ালদহ যাতায়াত করা যাবে। মাত্রে ১১ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে হাওড়া থেকে শিয়ালদহ।

45
বেলেঘাটা-রুবি

এই রুটে মেট্রো চালু হয়ে গেলে সরাসরি নিউগড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত যাতায়াত করা যাবে। স্টেশনগুলি হল- নিউগড়িয়া, SRFIT এলাকা, অজয়নগর, কালিকাপুর, রুবি। নতুন রুট চালু হলে প্রথম স্টেশন হবে ভিআপি বাজার, তারপর ঋত্বিক ঘটক স্টেশন, তারপর সায়েন্সসিটি স্টেশন। তারপরে বেলেঘাটা।

55
নোয়াপাড়া - বিমানবন্দর

এটি কলকাতা মেট্রোর ইয়েলো রুট। এই রুটে মেট্রো পরিষেবা চালু হলে উত্তর ২৪ পরগনার বাসিন্দারা বিশেষ সুবিধে পাবেন। বিমানবন্দর যাতায়াত অনেক সহজ হয়ে যাবে।

Read more Photos on
click me!

Recommended Stories