পিসি শাশুড়ির দেহ ভাসাতেই গঙ্গায় এসেছিলেন মা ও মেয়ে! স্যুটকেস কাণ্ডে বেরিয়ে এল হাড় হিম করা তথ্য

Published : Feb 25, 2025, 12:06 PM IST
Suitcase

সংক্ষিপ্ত

কুমোরটুলির ঘাটে ট্রলি ব্যাগে মুণ্ডহীন দেহ ভাসাতে এসে ধরা পড়লেন দুই মহিলা। স্থানীয়দের দাবি, খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা।

পিসি শাশুড়ির দেহ ভাসাতেই গঙ্গায়মা ও মেয়ে এসেছিলেন ! সামনে এল হাড় হিম করা তথ্য। মেয়ের পিসি শাশুড়ির দেহ ভাসাতেই সঙ্গে এসেছিলেন মা। দুই অভিযুক্তের নাম ফাল্গুনী ঘোষ ও আরতি ঘোষ।  ট্রলিতে ভরে মুণ্ডহীন দেহ গঙ্গায় ভাসানোর চেষ্টা! স্থানীয়দের হাতে ধরা পড়ে গেলেন ২ মহিলা। খোদ কলকাতায় হাড় হিম করা ঘটনা। মঙ্গলবার সকালে কুমোরটুলির ঘাটের কাছ থেকে ধরা পড়েন অভিযুক্ত দুই মহিলা। তাঁদের থেকে উদ্ধার হয়েছে একটি ট্রলি ব্যাগ। ব্যাগ খুলতেই মিলেছে মুণ্ডহীন একটা দেহ। স্থানীয়রা জানিয়েছেন ওই দেহটি একটি মহিলার।

স্থানীয়দের তরফে পুলিশকে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দু'জনকে আটক করে ফেলেছে পুলিশ। ধৃত দুই মহিলা খুন করে প্রমাণ লোপাটের জন্যই মৃতদেহটি ভাসাতে এসেছিল বলেই অনুমান স্থানীয়দের। তবে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

আটক ওই দুই মহিলা দাবি করেছেন, ট্রলি ব্যাগে যে দেহটি রয়েছে তা একটি কুকুরের। কিন্তু কোনও মতেই তা মানতে রাজি নন স্থানীয়রা। তাঁদের পাল্টা দাবি, দেহটি এক মহিলার। সেটি টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরা হয়। দুই মহিলার কাছে একটি ট্রেনের টিকিটও মিলেছে। শিয়ালদহ থেকে হাসনাবাদের জন্য টিকিট কাটা হয়েছিল। খুন করে প্রমাণ লোপাটের জন্যই দূর থেকে এসে মৃত দেহ লোপাট করতে এসেছেন তাঁরা বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

জানা গিয়েছে, একটি হলুদ ট্যাক্সিতে চেপে কুমোরটুলি ঘাটের কাছে এসেছিলেন তারা। ট্যাক্সির চালক জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রথমে প্রিন্সেপ ঘাটেও গিয়েছিলেন ওই দুই মহিলা। কিন্তু সেখান থেকে পরে তারা চলে যান কুমোরটুলি ঘাটের কাছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে দেহটি মুণ্ডহীন নয় বলেই জানানো হয়েছে পুলিশের তরফে।

PREV
click me!

Recommended Stories

রবিবার সিঙ্গুরে নরেন্দ্র মোদীর সভা, এদিকে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু
Today live News: Iran Protests 2026 - ইরানে ৩০০০ জন বিপ্লবীর মৃত্যু! খামেনেই প্রশাসনের ন্যাক্কারজনক অধ্যায়, দশকের সেরা প্রতিবাদ?