
ট্রলিতে ভরে মুণ্ডহীন দেহ গঙ্গায় ভাসানোর চেষ্টা! স্থানীয়দের হাতে ধরা পড়ে গেলেন ২ মহিলা। খোদ কলকাতায় হাড় হিম করা ঘটনা। মঙ্গলবার সকালে কুমোরটুলির ঘাটের কাছ থেকে ধরা পড়েন অভিযুক্ত দুই মহিলা। তাঁদের থেকে উদ্ধার হয়েছে একটি ট্রলি ব্যাগ। ব্যাগ খুলতেই মিলেছে মুণ্ডহীন একটা দেহ। স্থানীয়রা জানিয়েছেন ওই দেহটি একটি মহিলার।
স্থানীয়দের তরফে পুলিশকে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দু'জনকে আটক করে ফেলেছে পুলিশ। ধৃত দুই মহিলা খুন করে প্রমাণ লোপাটের জন্যই মৃতদেহটি ভাসাতে এসেছিল বলেই অনুমান স্থানীয়দের। তবে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
আটক ওই দুই মহিলা দাবি করেছেন, ট্রলি ব্যাগে যে দেহটি রয়েছে তা একটি কুকুরের। কিন্তু কোনও মতেই তা মানতে রাজি নন স্থানীয়রা। তাঁদের পাল্টা দাবি, দেহটি এক মহিলার। সেটি টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরা হয়। দুই মহিলার কাছে একটি ট্রেনের টিকিটও মিলেছে। শিয়ালদহ থেকে হাসনাবাদের জন্য টিকিট কাটা হয়েছিল। খুন করে প্রমাণ লোপাটের জন্যই দূর থেকে এসে মৃত দেহ লোপাট করতে এসেছেন তাঁরা বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
জানা গিয়েছে, একটি হলুদ ট্যাক্সিতে চেপে কুমোরটুলি ঘাটের কাছে এসেছিলেন তারা। ট্যাক্সির চালক জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রথমে প্রিন্সেপ ঘাটেও গিয়েছিলেন ওই দুই মহিলা। কিন্তু সেখান থেকে পরে তারা চলে যান কুমোরটুলি ঘাটের কাছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে দেহটি মুণ্ডহীন নয় বলেই জানানো হয়েছে পুলিশের তরফে।