
Kolkata News: কলকাতায় দেহ ব্যবসা চক্রে পুলিশের বড় সাফল্য, ৯ নাবালিকা উদ্ধার। সূত্রের খবরের ভিত্তিতে কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট (AHTU)–এর পক্ষ থেকে বুধবার রাতে বড়তলা থানার গুলু অস্টাগর লেনের এক বাড়িতে হানা দেওয়া হয়। সেখান থেকে উদ্ধার হয়েছে ৯ জন নাবালিকা এবং ২ জন প্রাপ্তবয়স্ক তরুণী। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে মোট ৬ জনকে, যার মধ্যে দু’জন দেহব্যবসা চক্রের মালিক এবং বাকি চারজন পাচারকারী।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া দেহব্যবসা চক্রের মালিক হলেন সারস্বতী বন্দ্যোপাধ্যায় (৪৭) ও তাঁর স্বামী অমিত বন্দ্যোপাধ্যায় (৪৯), যারা ওই বাড়িতেই থাকতেন। অন্যদিকে ধৃত পাচারকারীদের মধ্যে রয়েছেন সুমন হালদার (৩৪, দক্ষিণ ২৪ পরগনা), পুজা মিস্ত্রি (২৮, উত্তর ২৪ পরগনা), দীপ চ্যাটার্জি (২২, উত্তর ২৪ পরগনা) এবং আকাশ চৌধুরী (২৫, উত্তর ২৪ পরগনা)। অভিযান চালিয়ে মোট ৯ জন নাবালিকা ও ২ জন প্রাপ্তবয়স্ক তরুণীকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে মানব পাচার ও দেহব্যবসা চালানোর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।
অন্যদিকে, আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘন্টার মধ্যে দুই বাঘিনির মৃত্যু। মঙ্গলবার পায়েলের মৃত্যু হয়। তার ঠিক পরের দিনই আর এক বাঘিনি রূপাও মারা যায়। ২৪ ঘন্টার মধ্যে দুই বাঘিনির মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। যদিও সূত্রে খবর বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে দুই বাঘিনির।
সূত্রের খবর, আলিপুরে জোড়া বাঘিনির মৃত্যুর তদন্ত করতে সিডব্লুইউএলডব্লু একটি কমিটি গঠন করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বাঘিনিদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ভিসেরা পরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে। সাদা বাঘিনি রূপার জন্ম আলিপুরেই। সাদা বাঘ অনির্বাণ ও হলুদ-কালো ডোরাকাটা বাঘিনি কৃষ্ণর মেয়ে ছিল। বয়স প্রায় ২১ বছর হয়েছিল।
বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল। তার একটি পা প্যারালাইসিস হয়ে গিয়েছিল। পায়েলকে ২০১৬ সালে ওড়িশার নন্দনকানন থেকে নিয়ে আসা হয়েছিল আলিপুরে। তার বয়স হয়েছিল ১৭বছর। বৃদ্ধ বাঘিনি বহুদিন ধরে অসুস্থ ছিল। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল। মাস তিনেক আগে তার ইউএসজিও করা হয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।