দুর্গাপুজোতে যেন কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়! ছুটি বাতিল পুলিশের, নির্দেশিকা জারি নবান্নর

ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2024)। সেই কথা মাথায় রেখেই, শান্তিপূর্ণভাবে পুজো পরিচালনা করতে পুলিশকর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

Subhankar Das | Published : Sep 24, 2024 2:15 PM IST

ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2024)। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। তারপরই লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ছটপুজো। সেই কথা মাথায় রেখেই, শান্তিপূর্ণভাবে পুজো পরিচালনা করতে পুলিশকর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

মঙ্গলবার, এই মর্মেই একটি বিজ্ঞপ্তি জারি করা করল নবান্ন। আগামী ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত, এমার্জেন্সি ছাড়া কোনও পুলিশকর্মীকে ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Latest Videos

আর মাত্র কয়েকদিন পরেই দুর্গাপুজো। এই চারদিনের জন্য সারাবছর অপেক্ষা করে থাকে সমস্ত বাঙালি। স্বাভাবিকভাবেই, প্রতিবছর সুষ্ঠুভাবে গোটা বিষয়টি পরিচালনা করা একটি চ্যালেঞ্জ থাকে রাজ্যের কাছে। ফলে, আগেভাগেই পুলিশ কর্মীদের তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। যে এলাকাগুলিতে জনসমাগম বেশি হয়, সেই এলাকাগুলির পুজোয় ভিড় নিয়ন্ত্রণে পুলিশি নিরাপত্তাও অনেকটা বেশি থাকে।

সর্বদা নজরদারি চলতে থাকে। উৎসবের কথা মাথায় রেখে, মঙ্গলবারই পুলিশের ছুটি বাতিল করার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য। সেখানেই লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ছটের জন্য ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত কোনও পুলিশ কর্মীকে ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরী পরিস্থিতির ক্ষেত্রে ছাড় রয়েছে তাদের।

প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানান, যাতে পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সেই দায়িত্ব সবাইকে নিতে হবে। তিনি বলেন, “কোন ক্লাব কী থিম করছে, সেটা পুলিশকে নজর রাখতে হবে। এমন কিছু করা যাবে না, যাতে ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। মনে রাখতে হবে, পুজোর সময় অনেক বিদেশি অতিথি আসেন। সমগ্র দেশ থেকে অনেক মানুষ আসেন। তাই তাদের যেন কোনও অসুবিধা না হয়।” সেইসব দিক মাথায় রেখেই এবার পুলিশকর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিল নবান্ন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

নওশাদ সিদ্দিকির নেতৃত্বে চলল তীব্র প্রতিবাদ! বিচারের দাবিতে সরব ISF কর্মীরা | RG Kar Protest
‘লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মহিলাদের ইজ্জতের দাম হতে পারে না’ বিস্ফোরক সুকান্ত | Sukanta Majumdar
'একটা ভ্রষ্টাচার, উনি কি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী!' ঝাড়খণ্ড থেকেই আক্রমণ Suvendu Adhikari-র
ত্রাতার ভূমিকায় শুভেন্দু, পাঁশকুড়ার মত দাসপুরেও বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য দিলেন আর্থিক সহায়তা
সাদা চুল কালো! বেরিয়েই ধরলেন মেয়ের হাত, 'বাঘ' ফিরছে বীরভূমে | Anubrata Mondal Release | Birbhum