বৃষ্টিতে বিপর্যয়ের ওপর নজর রাখতে নবান্নে কন্ট্রোল রুম চালু, দেখে নিন ফোন নম্বর

Published : Sep 23, 2025, 05:18 PM IST

Control Room: প্রাকৃতি দুর্যোগ আর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ গোটা বাংলা। রাতভর প্রবল বৃষ্টি। যার কারণে প্রায় জলে ডোবা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। 

PREV
15
বৃষ্টি ভেজা কলকাতা

প্রাকৃতি দুর্যোগ আর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ গোটা বাংলা। রাতভর প্রবল বৃষ্টি। যার কারণে প্রায় জলে ডোবা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কলকাতার অবস্থাও শোচনীয়। তিলোত্তমা পুরোপুরি জলমগ্ন। মঙ্গলবার সকাল থেকেই নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে।

25
কলকাতায় বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী ত ২৪ ঘণ্টায় কলকাতায় ৯৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা রেকর্ড বৃষ্টি বলেও মনে করছে অনেকে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। এই দুর্যোগ পরিস্থিতির দিকে নজর রাখতে কন্ট্রোল রুম খুলল নবান্ন।

35
কন্ট্রোল রুম

নবান্নের কন্ট্রোলরুমের নম্বর হল - (০৩৩) ২২১৪ ৩৫২৬, (০৩৩) ২২৫৩ ৫১৮৫। এ ছাড়াও টোল ফ্রি নম্বরও দেওয়া হয়েছে। সেগুলি হল— ৮৬৯৭৯৮১০৭০ ও ১০৭০।

45
সতর্ক করছে পুলিশ

কলকাতার কোথায় কোথায় জল জমেছে তানিয়ে আগে থেকেই সতর্ক করেছে কলকাতার ট্রাফিক পুলিশ। জল জমার ফলে রাস্তায় জানযট তৈরি হচ্ছে।

55
মুখ্যমন্ত্রীর নির্দেশেই কন্ট্রোল রুম

দুর্যোগ পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে কথা বলেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্য়মন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই কন্ট্রোল রুম খোলা হয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন কৃষি সচিব ওঙ্কার সিং মিনা ও বিপর্যয় মোকাবিলা সচিব রাজেশ সিনহা।

Read more Photos on
click me!

Recommended Stories