প্রাকৃতি দুর্যোগ আর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ গোটা বাংলা। রাতভর প্রবল বৃষ্টি। যার কারণে প্রায় জলে ডোবা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কলকাতার অবস্থাও শোচনীয়। তিলোত্তমা পুরোপুরি জলমগ্ন। মঙ্গলবার সকাল থেকেই নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে।
25
কলকাতায় বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী ত ২৪ ঘণ্টায় কলকাতায় ৯৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা রেকর্ড বৃষ্টি বলেও মনে করছে অনেকে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। এই দুর্যোগ পরিস্থিতির দিকে নজর রাখতে কন্ট্রোল রুম খুলল নবান্ন।
35
কন্ট্রোল রুম
নবান্নের কন্ট্রোলরুমের নম্বর হল - (০৩৩) ২২১৪ ৩৫২৬, (০৩৩) ২২৫৩ ৫১৮৫। এ ছাড়াও টোল ফ্রি নম্বরও দেওয়া হয়েছে। সেগুলি হল— ৮৬৯৭৯৮১০৭০ ও ১০৭০।