কলকাতায় প্রবল বৃষ্টির পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। তিনি এই বিপর্যয়ের জন্য সিইএসসি-কে দায়ী করেছেন। 

মেঘভাঙা বৃষ্টির পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় মঙ্গলবার শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, “আমি এমন বৃষ্টি কখনও দেখিনি।” মুখ্যমন্ত্রী বলেন, “আমি এমন বৃষ্টি কখনও দেখিনি। মেঘভাঙা বৃষ্টিতে যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমার খুব খারাপ লাগছে। আমি স্কুলগুলোকে আজ ছুটি দিতে বলেছি, এমনকি অফিসযাত্রীদেরও কাজে আসতে বারণ করেছি। কালও আপনারা আসবেন না।”

বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু

মুখ্যমন্ত্রী বলেন, “আমি শুনেছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭-৮ জনের মৃত্যু হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে মানুষ প্রাণ হারিয়েছে। তাদের পরিবারকে অবশ্যই ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন লিমিটেড (সিইএসসি লিমিটেড)-কে চাকরি দিতে হবে, আমি এটা পরিষ্কারভাবে বলছি। আমরাও সাহায্যের জন্য যা যা করা সম্ভব করব। আমাদের নিজেদের বাড়িও জলের তলায়; আমরা সবাই ভুগছি। পুজোর প্যান্ডেলগুলোর জন্যও আমার খুব খারাপ লাগছে। সিইএসসি-র কি আরও সতর্ক হওয়া উচিত নয়? বিদ্যুৎ সরবরাহ করে সিইএসসি, আমরা নই। এর কারণে যাতে মানুষের কষ্ট না হয়, তা নিশ্চিত করা তাদেরই দায়িত্ব। তারা এখানে ব্যবসা করবে, কিন্তু আধুনিকীকরণ করবে না? তাদের উচিত লোক পাঠিয়ে এটা ঠিক করা।”

এবারের বৃষ্টির একটু অস্বাভাবিক: মমতা বন্দ্যোপাধ্য়ায়

মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন এবং পুলিশ ও মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ রাখছেন। “আমি মেয়র, মুখ্যসচিব এবং পুলিশের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি। ফারাক্কায় ঠিকমতো ড্রেজিং হয় না, তাই বিহার, ইউপি, উত্তরাখণ্ড, মুম্বাই, দিল্লিতে বৃষ্টি হলেই সব জায়গায় জল জমে যায়। এবারের বৃষ্টিটা একটু অস্বাভাবিক।”

আরও দুর্যোগের বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আরও জল আসবে। আরও জল জমবে। মহালয়া থেকে গঙ্গায় ভরা কোটাল আছে। আমরা জলটা পাম্প করে কোথায় ফেলব? যাওয়ার কোনো জায়গা নেই, জলটা আবার গঙ্গাতেই ফেলতে হবে। এই জল আমরা কোথায় পাঠাব, এটা তো বিহার আর ইউপি-র জলে ভর্তি। আমি বেসরকারি ক্ষেত্রের সমস্ত কর্মীদেরও কাজে না আসার অনুরোধ করব, দুর্যোগ সবার উপর সমানভাবে প্রভাব ফেলে। কেন্দ্র জিএসটি-র মাধ্যমে আমাদের টাকা কেটে নিয়েছে, আর আমাদের সব তহবিল এই দুর্যোগ মোকাবিলাতেই চলে যাচ্ছে”, তিনি যোগ করেন।

স্কুল ছুটি

পশ্চিমবঙ্গে আগামী দু'দিন ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে। এছাড়াও, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিকেও বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। এদিকে, কলকাতা বিমানবন্দরের এক আধিকারিকের মতে, খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়, যার ফলে ৩০টি ফ্লাইট বাতিল এবং ৪২টি ফ্লাইট দেরিতে ছাড়ে।