শনিবার রাজ্যে জেপি নাড্ডা, পঞ্চায়েত নির্বাচনকে ফোকাস করে জোড়া জনসভা জেলায়

রবিবার রাজ্যের দুই জেলার জনসমাবেশে যোগ দিলেও শনিবারই রাজ্যে পৌঁছে যাচ্ছেন নাড্ডা। এদিন, বিকেল সাড়ে ৫টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন নাড্ডা।

চলতি বছরে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে নজর রেখে, রাজ্যে আসছেন সর্বভারতীয়বি বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বঙ্গ বিজেপি সূত্রে খবর রবিবার দুটি জনসভায় ভাষণ দেবেন তিনি। জেপি সূত্র জানিয়েছে যে নাড্ডা শনিবার সন্ধ্যায় কলকাতায় আসবেন এবং পশ্চিমবঙ্গের দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবেন।

জানা গিয়েছে রবিবার রাজ্যের দুই জেলার জনসমাবেশে যোগ দিলেও শনিবারই রাজ্যে পৌঁছে যাচ্ছেন নাড্ডা। এদিন, বিকেল সাড়ে ৫টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন নাড্ডা। তাঁকে অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যান্য নেতৃত্ব। তারপর সেখান থেকে সোজা নিউটাউনের একটি হোটেলে চলে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

Latest Videos

রবিবার সকালে, নাড্ডা প্রথমে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে যাবেন। সেখানে তিনি তার প্রথম জনসভা করবেন। এরপর দ্বিতীয় জনসভায় তিনি যাবেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায়। পরপর সমাবেশের পরে, বিজেপি সভাপতি দিল্লিতে ফিরে যাওয়ার আগে রবিবার সন্ধ্যায় কলকাতায় ফিরে আসবেন।

উল্লেখ্য গত মাসে, নাড্ডা নদীয়া জেলার কৃষ্ণনগরে একটি জনসভায় যোগ দিতে বাংলায় এসেছিলেন। রাজ্য বিজেপি সূত্র জানিয়েছে যে কাঁথি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা আসন। বিজেপির রাজ্য কমিটির এক সদস্য জানান “কাঁথির বর্তমান লোকসভা সদস্য হলেন শিশির অধিকারী, যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বাবা। যদিও শিশির অধিকারী আনুষ্ঠানিকভাবে এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ, তবে রাজ্যের শাসক দলের কার্যকলাপের সাথে তার আর কোনও যোগ নেই। সুতরাং সেই অর্থে ২০২৪ সালে কাঁথি আমাদের দলের জন্য একটি ফোকাস সিট, ”বিজেপির রাজ্য কমিটির সদস্য বলেছেন।

বর্ধমান (পূর্ব) লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে কিছুটা একই রকম পরিস্থিতি, যেখানে সুনীল মণ্ডল নির্বাচিত সাংসদ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি আবার তৃণমূলে ফিরে আসেন। যাইহোক, তিনি ফিরে গেলেও, তিনি তার নিজের লোকসভা কেন্দ্রে দলীয় সংগঠনের উপর তার নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব হারিয়েছেন।

বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে "আমরা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্যও এই লোকসভা কেন্দ্রের দিকে ফোকাস করছি"। যদিও তৃণমূল অবশ্য নাড্ডার সফরকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। নাড্ডার নিজের রাজ্য হিমাচল প্রদেশে বিজেপি হেরেছে। তাঁর বাংলা সফর তৃণমূলে কোনও পার্থক্য করবে না,” বলেছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ।

Share this article
click me!

Latest Videos

Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News