ছুটির দিনে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে বেশ কিছু গাড়ির রুটও বদল করা হয়েছে।
রবিবার শহরে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। সেই উপলক্ষ্যে উইকেন্ডে বন্ধ থাকবে শহরের বেশ কিছু রাস্তা। শনিবার রাত থেকেই শহরর একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। ইতিমধ্যেই প্রকাশিত হইয়েছে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও। ছুটির দিনে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে বেশ কিছু গাড়ির রুটও বদল করা হয়েছে। ফলে রাস্তা বন্ধ থাকলেও যাত্রীদের গন্তব্যে পৌঁছতে বিশেষ বাধার সম্মুখীণ হতে হবে না।
আগামী ১২ ফেব্রুয়ারি রবিবার শহরে আয়োজিত হচ্ছে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। এই উপলক্ষ্যে রবিবার বন্ধ থাকবে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা। ১১ ফেব্রুয়ারি শনিবার রাত থকেই উক্ত রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যে সব রাস্তা বন্ধ থাকবে তার পরিবর্তে বেশ কিছু রাস্তা বাতলেও দিয়েছে কলকাতা পুলিশ। অতএব উইকেন্ডে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে নতুন রুটেই যেতে হবে শহরবাসীকে। কোন কোন রুটে যান চলাচল স্বাভাবিক থাকবে? দেখে নেওয়া যাক।
শনি ও রবিবার বন্ধ থাকবে কোন কোন রাস্তা?
কোন কোন রুটে যাতায়াত করা যাবে?
রবিবার নিষেধাজ্ঞা থাকছে মালবাহী গাড়ি চলাচলে।
আরও পড়ুন -
ভ্যালেনটাইন্স ডে-এর পরই পাকাপাকিভাবে শীতের বিদায়, বসন্তের আমেজ শহরের বাতাসে
শুক্রবারই টেটের ফল প্রকাশ, দুপুরে সাংবাদিক বৈঠকে ফলাফল ঘোষণা করবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি