৫ বছরে বদলে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নাম-প্যান নম্বর? মনোনয়ন নিয়ে তীব্র বিতর্ক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নপত্র নিয়ে একটি বিরাট দাবি করা হয়েছে। রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সেই মনোনয়ন পত্রে থাকা ভুলকে কেন্দ্র করে। তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। কী ভুল রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের মনোনয়ন পত্রে!

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নপত্র নিয়ে একটি বিরাট দাবি করা হয়েছে। রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সেই মনোনয়ন পত্রে থাকা ভুলকে কেন্দ্র করে। তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। কী ভুল রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের মনোনয়ন পত্রে! জেনে নিন।

দাবি করা হয়েছে, উনিশের লোকসভা নির্বাচনের আগে ২৪ এপ্রিল ২০১৯-এ নিজের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন অভিষেক। সেখানে নিজের স্ত্রীয়ের নাম উল্লেখ করেছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই প্যান নম্বর দেওয়া হয়েছিল, ‘AJNPN2286R’। তবে চব্বিশের লোকসভা ভোটের আগে অভিষেক যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেখানে স্ত্রীয়ের নাম লিখেছেন রুজিরা নারুলা। শুধু তাই নয়, পাল্টে গিয়েছে তাঁর প্যান নম্বরও!

Latest Videos

অভিষেকের স্ত্রীর নামের মতোই বদলে গিয়েছে তাঁর শ্বশুরের নামও! এমনই দাবি করেছে একটি সংবাদমাধ্যম। স্বাভাবিকভাবেই এই ভিডিও প্রকাশ্যে আসার পর এই নিয়ে শুরু হয়েছে চর্চা। কীভাবে পাঁচ বছরের মধ্যে বদলে গেল অভিষেকের স্ত্রীয়ের নাম? দু’টো প্যান নম্বরই বা হল কীভাবে? আপাতত ভোটের বাজারে এই নিয়ে পড়ে গিয়েছে শোরগোল!

নাম এবং প্যান কার্ড নম্বরের পাশাপাশি রুজিরার বার্ষিক আয়েও বড় পরিবর্তন এসেছে বলে দাবি করা হয়েছে। রীতিমতো কাগজ তুলে ধরে তারা দাবি করেন, উনিশের লোকসভা ভোটের আগে জমা দেওয়া অভিষেকের মনোনয়নপত্রে দেখানো হয় ২০১৭-১৮ আর্থিক বছরে রুজিরার আয়ের পরিমাণ ছিল ১ কোটি ৫১ লক্ষ ৬১ হাজার ১৫০ টাকা। এদিকে অভিষেকের সদ্য জমা দেওয়া মনোনয়নপত্রে ২০২২-২৩ আর্থিক বছরে রুজিরার আয় লেখা হয়েছে, ‘Not Applicable’।

এদিকে, খোঁজখবর নিয়ে জানা গিয়েছে অভিষেকের স্ত্রীয়ের দু’টি প্যান কার্ডই বর্তমানে সচল রয়েছে। তবে দ্বিতীয় প্যান নম্বরটি বিদেশ মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে বলেও সূত্রের খবর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি