লক্ষ্মীর ভাণ্ডারের এই নিয়ম না মানলে আর মিলবে না টাকা! বড় খবর রাজ্যের মহিলাদের জন্য

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প। ২০২১ সালের ভোটে জিতে ক্ষমতায় আসার আগেই তৃণমূলের তরফ থেকে এই প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছিল। এবার কি নয়া নিয়ম চালু হতে চলেছে?

Parna Sengupta | Published : Oct 24, 2024 5:28 AM IST
114

লক্ষ্মীর ভান্ডারের এক চালে বিজেপিকে ভোটে মাত করেছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে।

214

বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প।

314

আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। পরে তা বাড়ানো হয়।

414

ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকেছে। আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা পেতেন, সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান ১ হাজার টাকা।

514

অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে পেতেন ১ হাজার টাকা, সেই জায়গায় এখন তারা পান ১২০০ টাকা।

614

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেবলমাত্র এই লক্ষ্মীর ভান্ডার ভাতার কারণেই গ্রাম বাংলা ঢেলে ভোট দিয়েছে মমতার তৃণমূলকে, এমনটা মত বিরোধীদের একাংশেরও। তবে বর্তমানে আর জি কর আবহে লক্ষীর ভাণ্ডার নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

714

নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের জারি করা নতুন নোটিসে কিছুটা বেকায়দায় পড়েছেন রাজ্যের মহিলারা।

814

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এবার থেকে যদি কোনও মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করা থাকে তাহলে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। শুধুমাত্র লিঙ্ক করা অ্যাকাউন্টগুলিতেই এবার থেকে টাকা ঢুকবে।

914

কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার, যে কোনও প্রকল্পের টাকা জনগণের হাতে তুলে দিতে আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার পদ্ধতির সাহায্য নেওয়া হয়ে থাকে।

1014

টাকা লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকার এমন নির্দেশ দিয়েছে। এই ব্যাপারে রাজ্য সরকারও একই পথে হাঁটতে চলেছে। এতে প্রত্যেক নাগরিকদের সচেতনতাও বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে।

1114

সেই সঙ্গে মনে করা হচ্ছে যাতে কোন একজন মানুষও সরকারের কোন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন সেই জন্য এই উদ্যোগটি আরও বেশি করে নেওয়া হচ্ছে।

1214

যে সকল মহিলাদের ব্যাংক একাউন্টের সাথে আধার লিঙ্ক করা হয়নি তাদের দ্রুত এই পদ্ধতি সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছে।

1314

২০২১ সালের ভোটে জিতে ক্ষমতায় আসার আগেই মমতা ব্যানার্জির দল তৃণমূলের তরফ থেকে প্রকাশিত ইস্তাহারেই এই প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছিল।

1414

সরকারের দাবি এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ৮৮ লক্ষ মহিলা প্রতি মাসে ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ হাতে পাচ্ছেন। এই সংখ্যা আরো বাড়বে ভবিষ্যতে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos