ভুলে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার, এই প্রকল্পে একবারে মিলবে ২৫ হাজার টাকা! দুর্দান্ত ঘোষণা করল নবান্ন

রাজ্যের সাধারণ মানুষের জন্য একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক জনপ্রিয় প্রকল্পে তাঁর ভোটব্যাঙ্কও ভরেছে। এবার যে প্রকল্পের কথা সামনে এসেছে, তাতে এককালীন ২৫ হাজার টাকা মিলবে! কীভাবে আবেদন করবেন।

Parna Sengupta | Published : Oct 22, 2024 9:44 AM IST / Updated: Oct 22 2024, 03:15 PM IST
110

বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই জনসাধারণের কথা মাথায় রেখে একাধিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, ঐক্যশ্রী আরও কত কি।

210

রাজ্য সরকারের (Government of West Bengal) চালু করা তেমনই এক প্রকল্প হল রূপশ্রী প্রকল্প (Rupasree Prakalpa)।

310

২২ এ হোক বা ৪২ এ ! সামাজিকভাবে বিয়ে করতে গেলে সেই অনুষ্ঠানের জন্য কিছু আর্থিক সাহায্যের অবশ্যই প্রয়োজন।

410

সেই টাকা-পয়সার চিন্তা কমাতে এই রূপশ্রী প্রকল্প (Rupasree Prakalpa) নিয়ে আসে পশ্চিমবঙ্গ সরকার। গত ১ এপ্রিল, ২০১৮ থেকে কার্যকর হয়েছে মমতা সরকারের এই প্রকল্প।

510

এই প্রকল্পের মাধ্যমে প্রথমবার বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার। তবে রয়েছে শর্তও। পারিবারিক আয় বছরে দেড় লক্ষ টাকার কম হলে তবেই মেলে এই আর্থিক সাহায্য।

610

এই প্রকল্পে আবেদনের জন্য মেয়ের বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে। অবিবাহিতা মেয়ে প্রথম বিয়ের জন্যই কেবলমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

710

ওদিকে পাত্রের বয়স হতে হবে নূন্যতম ২১ বছর। আবেদনকারীকে জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে অথবা গত ৫ বছর বাংলায় বসবাস করতে হবে, অথবা তার বাবা-মাকে এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

810

আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য।

910

আবেদন করতে যে সকল নথিপত্র প্রয়োজন

১) পারিবারিক আয়ের প্রমাণপত্র

২) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র (জন্মের শংসাপত্র বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড বা সমতুল নথি), পাত্রের বয়সের প্রমাণপত্র

৩) আবেদনকারীর বৈবাহিক অবস্থার প্রমাণ হিসেবে স্বঘোষণা পত্র।

৪) আবেদনকারীর রঙিন পাশপোর্ট সাইজ ফটো, পাত্রের রঙিন পাশপোর্ট সাইজ ফটো

1010

আবেদন করতে যে সকল নথিপত্র প্রয়োজন

৫) প্রস্তাবিত বিয়ের প্রমাণপত্র

৬) ব্যাঙ্ক পাশবইয়ের কপি ( আই এফ এস কোড, এম সি আই কোড ইত্যাদি প্রয়োজনীয় নথি )

এই সমস্ত শর্ত ঠিকঠাক মানলে উপযুক্ত কাগজপত্র নিয়ে পৌঁছে জেতে হবে স্থানীয় বিডিও/ এসডিও অথবা পুর কমিশনারের অফিসে। সেখানেই আবেদনপত্র জমা করতে হবে। বিয়ের ১/২ মাস আগে এই আবেদন করা যাবে। টাকা মিলবে বিয়ের তারিখের কমপক্ষে চার/ পাঁচদিন আগে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos