Kolkata Metro: আজ থেকেই নয়া নিয়ম চালু হয়ে গেল কলকাতা মেট্রোর সব রুটে! আপনি জানেন তো?

Published : Apr 03, 2025, 01:37 PM IST

সুখবর নিয়ে এল মেট্রো রেল। এবার শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া হবে আরও সহজ। যাত্রীদের জন্য নয়া নিয়ম চালু করল কলকাতা মেট্রো। এই নিয়ম মেনে চললে যাত্রীরা পাবেন দারুণ উপকার। আপনি জানেন এই আপডেট?

PREV
110

কলকাতা মেট্রো যাত্রীদের জন্য রইল বিরাট সুখবর।

210

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ কিন্তু যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও ভালো করা যায় সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে নানারকম কাজ করে চলেছে।

310

এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার কলকাতা মেট্রো অ্যাপে কিছুটা বদল আনা হল যাত্রী সাধারণের সুবিধার্থে। বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

410

যাত্রীরা এখন কলকাতা মেট্রোর মোবাইল অ্যাপে সর্বাধিক চারটি একক QR টিকিট কিনতে পারবেন এবং একটি পিন ব্যবহার করে লগ ইন করতে পারবেন।

510

বুধবার এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করে জানিয়েছে কলকাতা মেট্রো।

610

যাত্রীদের সাহায্য করবে এমন নতুন বৈশিষ্ট্যগুলি ৩ এপ্রিল থেকে পর্যায়ক্রমে ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপে চালু করা হবে।

710

অ্যাপটির ব্যবহারকারীরা পাসওয়ার্ড রিসেট করে পিন বিকল্পে স্যুইচ করতে পারেন।

810

অর্থাৎ এবার থেকে মেট্রোর টিকিট কাটা আরও সহজ হতে চলেছে। মেট্রোর অ্যাপ থেকে একটি ট্রান্সকশনের মাধ্যমে সর্বোচ্চ ৪টি টিকিট কাটার সুযোগ থাকছে।

910

ফলে আপনার সঙ্গে যদি আরও বন্ধুবান্ধব বা পরিবার থেকে থাকে তাহলে তাদেরও টিকিট কাটতে পারবেন মেট্রোর। সর্বোচ্চ ৪টি টিকিট কাটার সুযোগ পাবেন যাত্রীরা।

1010

কয়েক বছর আগে মেট্রোর তরফে ‘কলকাতা মেট্রো রাইড অ্যাপ’ আনা হয়েছে। এর ফলে উপকৃত হবেন যাত্রীরা।

click me!

Recommended Stories