দিঘার পর এবার নয়া তীর্থস্থানের ঘোষণা, রাজারহাটে তৈরি হচ্ছে নয়া মন্দির, উদ্বোধন কবে?

Published : Nov 26, 2025, 07:51 AM IST
Mamata Banerjee used Chief Secretary phone Suvendu Adhikari complains to Election Commission

সংক্ষিপ্ত

দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের সাফল্যের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজারহাটে একটি নতুন তীর্থস্থান তৈরির ঘোষণা করেছেন। ইকো পার্কের বিপরীতে 'দুর্গাঙ্গন' নামে এই স্থানটি নির্মিত হবে এবং ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। 

মমতা সরকার ক্ষমতায় আসার পর শহরের সৌন্দর্যায়নের দিকে দিয়েছে বিশেষ নজর। নতুন রাস্তা নির্মান থেকে শহরের বিভিন্ন স্থান সুন্দর করে সাজানো হয়েছে। একেবারে ভোল বদলে গিয়েছে সল্টলেক, রাজারহাটের দিক। তেমনই উন্নতি হয়েছে দিঘা, মন্দারমনির মতো স্থানেও। বিভিন্ন স্থানে এনেছে বদল। তৈরি করেছে বিভিন্ন আকর্ষণীয় স্থান। 

এবার ফের একবার শহরের সৌন্দর্যায়নের দিকে নজর দিল মমতা সরকার। খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বিশেষ কথা। দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে মমতা সরকার। সেই থেকে সেখানে বেড়েছে ভিড়। সারা বছরই দেখা গিয়েছে পর্যটকের লম্বা লাইন। এবার ফের একটি তীর্থস্থান নির্মাণ হতে চলেছে রাজ্যে। জুলাইয়ের মঞ্চসভা থেকে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার রাজারহাটে তৈরি হতে চলেছে বিশেষ তীর্থস্থান। নির্মান হবে দুর্গাঙ্গন।

রাজারহাটের ইকো পার্কের বিপরীতে তৈরি হবে নতুন তীর্থস্থান। ৩৬৫ খোলা থাকবে এই স্থান। জানা যাচ্ছে, ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই দুর্গাঅঙ্গন উদ্বোধন হবে। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে ইতিবাচক প্রভাব পড়েছে পর্যটনে।

মুখ্যমন্ত্রী বনগাঁর সভা থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মীয় সম্প্রীতি নিদর্শনের উদাহরণ দেন। বনগাঁর ঠাকুর পরিবার, কচুয়া, তারাপীঠ, কঙ্কালীতলা, বক্রেশ্বরের মতো একাধিক তীর্থস্থানে সংস্কার থেকে উন্নয়নের কথা জানান। দক্ষিণেশ্বর, কালীঘাটে স্কাইওয়াকের খতিয়ান তুলে ধরেন তিনি।

এবার আবার রাজারহাটে তৈরি হবে মন্দির। দেবী দুর্গার মন্দির তৈরি করবে মমতা সরকার। এমনিতেও ইকো পার্ক শহরের একটি আকর্ষণীয় স্থান। তারপর সেখানে নির্মান করা হবে দুর্গাঅঙ্গন। ইকোপার্কের বিপরীতে তৈরি হচ্ছে নয়া আকর্ষণীয় স্থান।  ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই দুর্গাঅঙ্গন উদ্বোধন হবে। এমনই জানান মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে ফের শহর তিলোত্তমায় তৈরি হতে চলেছে নয়া আকর্ষণীয় তীর্থস্থানের। তৈরি হচ্ছে দেবী দুর্গার মন্দির।   

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা