পূর্বরেল সূত্রে খবর, মালদা টাউন – চলপল্লী – মালদা টাউন স্পেশাল (০৩৪৩০/০৩৪২৯) ট্রেন চলবে।
মালদা টাউন থেকে ছাড়বে সোমবার সন্ধ্যা ৫টা ৫ মিনিটে।
চলপল্লী পৌঁছাবে বৃহস্পতিবার ভোর ৪টায়।
চলপল্লী থেকে ছাড়বে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে।
মালদা টাউন পৌঁছাবে রাত ১০টা ৪৫ মিনিটে। স্টেশন থামবে রামপুরহাট, ধানমণ্ডি, হাজারপুর, ভুবনেশ্বর, বিজয়গড়ম জংশন, বিজয়ওয়াড়া জংশন সহ বিভিন্ন স্টেশনে।