PK Bandopadhyay News: কিংবদন্তি প্রাক্তন ফুটবলারের বাড়ির পরিচারক খুন, গ্রেফতার গাড়ির চালক

Published : Mar 15, 2025, 05:33 PM IST
Crime

সংক্ষিপ্ত

ভারতীয় জাতীয় ফুটবল (EX Footballer) দলের প্রাক্তন অধিনায়ক পি কে বন্দ্যোপাধ্যায়ের (PK Bandopadhyay) বাড়িতে খুন! পি কে ও তাঁর স্ত্রী-র অবর্তমানে ওই বাড়িতে থাকতেন তাঁদের মেয়েরা।

ভারতীয় জাতীয় ফুটবল (EX Footballer) দলের প্রাক্তন অধিনায়ক পি কে বন্দ্যোপাধ্যায়ের (PK Bandopadhyay) বাড়িতে খুন! পি কে ও তাঁর স্ত্রী-র অবর্তমানে ওই বাড়িতে থাকতেন তাঁদের মেয়েরা। পি কে-র সল্টলেকের বাড়িতে দেহ উদ্ধার (Death News)। বাড়ির ১ কেয়ারটেকারের দেহ উদ্ধার। ২ কেয়ারটেকারের মধ্যে মারামারির জেরে মৃত্যু, ধারণা পুলিশের। এক কেয়ারটেকার অন্য় কেয়ারটেকারকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। পিকে-র সল্টলেকের বাড়ি থেকে পরিচারিকার রক্তাক্ত দেহ উদ্ধার। জানা গিয়েছে, ২ কেয়ারটেকারের মধ্যে বচসার জেরেই খুন। শনিবার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (kolkate police)

পিকে ও তাঁর স্ত্রী-র অবর্তমানে সল্টলেকের জিডি ব্লকে ওই বাড়িতে থাকতেন তাঁদের মেয়েরা। সূত্রের খবর, বাড়িতে পরিচারকদের মধ্যে একটি মদের আসর বসেছিল শুক্রবার। সেখানেই দুই পরিচারকের মধ্যে বচসা হয়। পুলিশ জানতে পেরেছে, এক জন অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তাতেই মৃত্যু হয় গোপীনাথ নামে প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পরিচারকের (Crime News)। কী নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। বাড়ির বাইরের সিসি ক্যামেরার ফুটেজও (CCTV) খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কিংবদন্তি ফুটবলার পি.কে বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকাকালীন সল্টলেকের জিডি ব্লকের ২৭৩ নম্বর বাড়িতেই থাকতেন। তাঁর প্রয়াণের পর মেয়েরা থাকেন। তবে শুক্রবার ওই বাড়িতে নাকি কেউ ছিলেন না। সেই সুযোগে মদের আসর বসিয়েছিলেন পরিচারক গোপীনাথ প্রহরী এবং গাড়িচালক বরুণ ঘোষ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ খাওয়া দুই পরিচারকের মধ্যে ঝামেলায় এই খুন।

এদিকে ঘটনার খবর পেয়ে শনিবার সকালে সেখানে যান বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকেরা। নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তাঁরা। ঘটনার সময়ে পিকে-র বাড়ির সদস্যেরা কোথায় ছিলেন, তাঁরা গোলমালের শব্দ পেয়েছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ (west Bengal News)। অভিযোগ দায়ের হওয়ার পর বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ওই চালককে গ্রেফতার করেছে। ধৃত চালকের নাম বরুণ ঘোষ। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবারই তাঁকে আদালতে হাজির করানো হবে। খুনের পিছনে অন্য কোনও কারণ আছে কি না, সেটাই খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ (Police)।

PREV
click me!

Recommended Stories

Today Live News: যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী