Abhishek Banerjee meeting: রাজ্যে 'ভুতুড়ে'ভোটার কত, মেগা বৈঠকে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড

ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক। দলের (TMC) প্রায় সর্বস্তরের জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের এই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। বিকেল ৪টেয় শুরু হবে বৈঠক।

কলকাতা: 'ভুতুড়ে'ভোটার নিয়ে বিজেপির বিরুদ্ধে আগেই আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিহার-হরিয়ানার ভোটারদের বাংলার ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেছিলেন তিনি। বিষয়টি নিয়ে দলের তরফে নির্বাচন কমিশনেও যাওয়া হয়েছিল। এবার 'ভুতুড়ে'ভোটার তালিকা নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

জানা গিয়েছে, ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক। দলের (TMC) প্রায় সর্বস্তরের জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের এই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। বিকেল ৪টেয় শুরু হবে বৈঠক।

Latest Videos

বৈঠকে থাকবেন তৃণমূলের সব সাংসদ, বিধায়ক, পুরনিগমগুলির মেয়র,ডেপুটি মেয়র এবং চেয়ারম্যান। কলকাতা পুরসভার সব কাউন্সিলরকে ডাকা হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি-সহ গোটা জেলা পরিষদকে থাকতে বলা হয়েছে। পুরসভাগুলির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান থাকবেন। এর সঙ্গেই থাকবে তৃণমূলের পুরো রাজ্য কমিটিও।

এছাড়াও, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, সংখ্যালঘু, মহিলা— সমস্ত শাখা সংগঠনের জেলার নেতৃত্বকে থাকতে বলা হয়েছে শনিবারের বৈঠকে। তৃণমূল সূত্রে খবর, বৈঠক থেকে বাদ রাখা হয়েছে দলের অধ্যাপক, প্রাথমিক শিক্ষক, বিদ্যালয় শিক্ষক এবং পার্শ্বশিক্ষকদের সংগঠনকে বাদ রাখা হয়েছে।

সূত্রের খবর, এদিনের বৈঠকে যোগদানকারীর সংখ্যা়টা প্রায় ৪,৫০০। ভুতুড়ে ভোটার ছাড়াও আরও বেশ কয়েকটি বিষয়ে অভিষেক দলকে বার্তা দিতে পারেন বলে সূত্রের খবর। অভিষেকের এই বৈঠক তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণের নিরিখে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার বৈঠকের নির্যাস কোন দিকে গড়ায়।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে ভুয়ো ভোটার নিয়ে সরাসরি অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)। দুটি সংস্থার নাম উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন,বিজেপি এরাজ্যে তাদের পাঠিয়েছে ভোটার কার্ড জালিয়াতির জন্য। একেবারে হাতে কাগজ নিয়ে উদাহরণ টেনে সতর্ক করেন দলীয় নেতা-কর্মীদের (TMC)।

এর আগে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে একাধিকবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বিস্তর জলঘোলাও হয়। ‘ভুয়ো ভোটার’ কার্ড নিয়ে নজরদারি বাড়িয়েছে নবান্নও। যা নিয়ে নেতাদের আরেকবার সর্তক করেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভানেত্রী অভিযোগ করেন, ‘ভূতুড়ে’ ভোটারের মাধ্যমে বাংলা দখলের খেলায় নেমেছে বিজেপি। তৃণমূল নেত্রীর আরও দাবি, 'আধার কার্ডে কেলেঙ্কারি (Aadhaar Card Scam)। বাংলার ভোটার তালিকায় হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহারের ভোটারদের নামও ঢোকানো হয়েছে।

Share this article
click me!

Latest Videos

‘Humayun Kabir যদি ব্যানার্জি হত, শোকজ করতেন?’ Mamata Banejee-কে চরম আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
"হোলি ! হালকা ড্রিঙ্কস অবশ্যই করেছি", পুলিশ আটক করায় এ কী বলছেন যুবক? দেখুন পুরো ভিডিও | Viral Video
হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে বিয়ে, কঠিন সিদ্ধান্ত পরিবারের! | North Dinajpur News Today
‘West Bengal-এ ভোট সন্ত্রাস শুরু করেছে Mamata Banerjee-র TMC!’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
ডাকাতির ছক বানচাল ! আগ্নেয়াস্ত্র সহ বারুইপুর থেকে গ্রেফতার সাত জন ডাকাত | South 24 Paragana News