শুরু হল বিনিয়োগকারীদের ৪৫০ কোটি টাকা ফেরানোর প্রক্রিয়া, জেনে নিন কারা ফেরত পাবেন চিট ফান্ডের টাকা

Published : Mar 15, 2025, 12:16 PM IST
Image of  Rose valley ED

সংক্ষিপ্ত

রোজভ্যালি চিটফান্ড মামলায় বিনিয়োগকারীদের জন্য সুখবর। ইডি ৪৫০ কোটি টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করেছে। আমানতকারীরা শীঘ্রই তাদের ফিক্সড ডিপোজিটের টাকা ফেরত পাবে।

রোজভ্যালি চিটফান্ডের মামলায় বিনিয়োগকারীদের ৪৫০ কোটি টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে ইডি। সদ্য এমনই তথ্য এল সামনে।

সম্প্রতি এই মামলায় আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তারপর থেকে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই আমানতকারীরা তাদের ফিক্সড ডিপোজিটের টাকা ফেরত পেয়ে যাবে। মিলেছে এমনি খবর।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, এখন পর্যন্ত ৩২,৩১৯ টি দাবির ভিত্তিতে প্রায় ২২ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। আরও আমানতকারীর দাবি পর্যালোচনা ও যাচাই বাছাই করে অর্থ ফেরত দেওয়ার কাজ চলছে।

মোট সাড়ে ১৭ হাজার কোটি টাকা তুলেছিল রোজভ্যালি। ২০১১ সালের পর থেকেই টাকা ফেরত দেওয়া বন্ধ হয়ে যায়। এরপর ২০১৫ সালে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডকে গ্রেফতার করে ইডি। এখনও তিনি জেলেই রয়েছেন।

মোট ৭০ কোটি ১১ লক্ষ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত কারী সংস্থা। মন্দারমণিতে রোজভ্যালির যে রিসর্ট ছিল, তা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। বাজেয়ান্ত করা হয়েছে মহিলাদলের এক একর জমিও। রাজারহাট নিউটাউনে সেন্ট জেভিয়ার্স কলেজের এক একর জমি বাজেয়াপ্ত করেছে ইডি। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে তিনটি সংস্থার তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হয়েছে বলেও তদন্ত এজেন্সির তরফে বলা হয়েছে।

এখনও পর্যন্ত প্রায় সাড়ে ১৬ কোটি টাকা উদ্ধার হয়েছে এই তিনটি অ্যাকাউন্ট থেকে। মুম্বইয়ে একটি তিন হাজার বর্গফুটের ফ্ল্যাটও বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা।

পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, অসম ও ত্রিপুরার মতো রাজ্যেও আর্থিক প্রতারণা চালিয়েছিল গৌতম কুণ্ডর সংস্থা।

এবার সাধারণ মানুষকে তাদের টাকা ফেরত দেওয়া হবে। ইতিমধ্যে অনেকেই টাকা পেয়েছে। এবার বিনিয়োগকারীদের ৪৫০ কোটি টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে ইডি। দেওয়া হবে ফিক্সড ডিপোজিটের টাকা। এমনই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। বিনিয়োগকারীদের ৪৫০ কোটি টাকা ফেরানোর হবে বলে খবর। 

 

PREV
click me!

Recommended Stories

শনিবার রাতেই প্রবল বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী, কেমন আছেন গায়ক?
বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ