Suvendu Adhikari: 'অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি'! চাকরি বাতিলের জন্য একী বলে বসলেন শুভেন্দু

Published : Apr 03, 2025, 05:05 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Suvendu On Mamata: ২০১৬ এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় হাইকোর্টের রায়ই বহাল রেখে পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। এই নিয়ে এবার রাজ্যের তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ  শুভেন্দু অধিকারীর         

Suevendu On Mamata: ২০১৬ এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। এই নিয়ে এবার রাজ্যের তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু লেখেন, ''অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি। মহামান্য কলকাতা উচ্চ আদালত, মহামান্য সুপ্রিম কোর্ট বার বার এসএসসি (SSC) কে সময় দিয়েছে যোগ্য ও অযোগ্য চাকরিরত শিক্ষকদের আলাদা করার জন্য। ৫ই মে ২০২২ তারিখে এই দুর্নীতিগ্রস্ত সরকারের ক্যাবিনেট অযোগ্যদের বাঁচানোর জন্য বেআইনি ভাবে সুপারনিউমারারি পোষ্ট তৈরি করেছিল। বিরোধী দল হিসেবে বিজেপি বিধায়কদের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে এসএসসি ভবনে আমি নিজেও এই বিষয়ে সঠিকভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে দেওয়ার দাবি জানিয়েছিলাম। বলেছিলাম যে, আপনারা যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা আলাদা করে মহামান্য আদালতকে জমা দিন, নচেৎ অযোগ্যদের জন্য যোগ্যরা বিপদে পড়বেন ও তাদের পরিবারগুলি ভেসে যাবে, সামাজিক সম্মান নষ্ট হবে।''

তিনি আরও লেখেন, ''আজ মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য কলকাতা উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ বহাল রাখল। অর্থের বিনিময়ে চাকুরিরত অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হল। এর সম্পূর্ণ দায়ভার মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জীর। অবিলম্বে মমতা ব্যনার্জীর পদত্যাগ ও গ্রেফতারের দাবি করছি।''

 

 

অন্যদিকে, SSC মামলার রায়ের প্রতিবাদে এদিন সেন্ট্রাল অ্যাভিনিউতে বিক্ষোভ দেখায় বিজেপি। গেরুয়া শিবিরের তরফে অভিযোগ করে বলা হয়, 'যোগ্যদের চাকুরী বাতিলের জন্য দায়ি রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী।' আর এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সেন্ট্রাল অ্যাভিনিউতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। একই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছে বাম-কংগ্রেসরাও। যাঁদের দুর্নীতির জন্য চাকরি গেল এতজনের তাঁদের কাউকে ছাড়া হবে না বলে এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বাম নেতা শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্যরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর