ব্যাঙ্কে কত টাকা ছিল পার্থর?
২০২১ সালের হলফনামায় যা পাওয়া যায়—
হাতে নগদ ছিল ১,৪৮,৬৭৬ টাকা
স্টেট ব্যাঙ্কের এক অ্যাকাউন্টে ছিল ২৪,৮১,০০২ টাকা
একই ব্যাঙ্কের অন্য শাখায় ছিল ১৫,০১,১৬১ টাকা
আরও তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলিয়ে ছিল ২৩,৩২,৯৩৫ টাকা, ২২,৩৯৪ টাকা ও ১,০৮,৬৯৫ টাকা।