সাম্প্রতিক সুপ্রিম কোর্টের নির্দেশকে ভিত্তি করে—যেখানে পশ্চিমবঙ্গের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) চলাকালীন বুথ লেভেল অফিসারদের (BLO) নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কাজে কোনও প্রকার বিঘ্ন না ঘটানোর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। এবার এই বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে রাজ্য সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, ‘অরাজকতা কোনওভাবেই বরদাস্ত করা হবে না’। এবং BLO-দের কাজের ক্ষেত্রে হুমকি বা বাধা সৃষ্টি হলে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে।
25
রাজ্যপালের নয়া প্রস্তাব
গ্রাসরুট স্তরে নিরাপত্তা: BLO-রা যেহেতু গ্রাম থেকে শহর—সব স্তরে বুথ-ভিত্তিক কাজ করেন, তাই জেলা প্রশাসনকে প্রতিটি বুথে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিতে হবে।
35
কী কী নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
পুলিশি নজরদারি ও সহায়তা: BLO-দের এনুমারেশন ড্রাইভ চলাকালীন রাজ্য পুলিশকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী বুথ এলাকায় মোতায়েন করে তাঁদের সঙ্গে রাখতে হবে।
3. মৌলিক সুবিধা প্রদান: BLO-রা যাতে নির্বিঘ্নে ও বাধাহীনভাবে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব মৌলিক সুবিধা দ্রুত নিশ্চিত করতে হবে।
55
BLO-দের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে
এই বিষয়ে রাজ্যপালের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী SIR-এর মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়া চলবে না এবং BLO-দের নিরাপত্তা সুনিশ্চিত করাই এখন সর্বাধিক জরুরি প্রশাসনিক দায়িত্ব।