কথা রাখলেন মুখ্যমন্ত্রী! বড়দিনের আগেই রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকল মোটা টাকা, টাকা দিচ্ছেন পরিবার পিছু

বাংলার বাড়ি প্রকল্পের অধীনে ৪৬,৩৮৮ জন উপভোক্তা প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা করে পেয়েছেন। মোট দুটি কিস্তিতে ১,২০,০০০ টাকা দেওয়া হবে।

Sayanita Chakraborty | Published : Dec 19, 2024 12:34 PM IST
113

ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীর কথা চিন্তা করে চলেছেন মুখ্যমন্ত্রী। একের পর এক ভাতা ও প্রকল্প চালু করেছেন।

213

বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা থেকে কন্যাশ্রী, তরুণের স্বপ্নের মতো একাধিক প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী।

313

এবার এই সকল ভাতার সঙ্গে রাজ্য বাসীকে দিচ্ছেন বিভিন্ন প্রকল্পের টাকা। সদ্য এক প্রকল্পে ৬০ হাজার করে দিলেন মুখ্যমন্ত্রী।

413

মোট ৪৬ হাজার ৩৮৮জন রাজ্যবাসীতে ৬০ হাজার টাকা দিলেন মুখ্যমন্ত্রী। এবার ঢুকল প্রথম কিস্তির। পরের কিস্তিতে আরও ৬০ হাজার দেবেন মুখ্যমন্ত্রী।

513

এর জন্য মোটা ৩৩০ কোটি ৯২ লক্ষ ৪০ হাজার টাকা খবর হয়েছে সরকারের।

613

এবার দেওয়া হল বাংলার বাড়ি প্রকল্পের টাকা। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে টাকা দেওয়া।

713

প্রথম পর্যায়ে ৫৫ হাজার ১৭০ জন উপভোক্তার অনুমোদন পেয়েছিল সরকার। তাদের অনুমোদন পাওয়ার পর সব তথ্য খতিয়ে দেখা হল।

813

তারপর শুরু হয়েছে টাকা দেওয়া। প্রথম খাতেই ৪৬ হাজার ৩৮৮ জন পেল টাকা।

913

অনুমোদন পাওয়ার পর সমীক্ষা হয়। সেখান থেকে ৩৩ হাজার ১৮৯ টি পরিবারের নাম বাদ পড়ে।

1013

জানা গিয়েছে মোট দুটি কিস্তিতে ৬০ হাজার করে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে।

1113

অনেক রাজ্যবাসীরই মাথার ওপর পাকা ছাদ নেই। তারা বিভিন্ন সমস্যায় ভোগেন।

1213

অসহায় রাজ্যবাসীদের কথা ভাবনা চিন্তা করে মমতা সরকার দিচ্ছেন টাকা। এবার বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হল।

1313

আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন এই বছর টাকা দেওয়া হবে। আর সেই কথা রাখলেন তিনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos