লক্ষ্মীর ভাণ্ডার থাকছে, সঙ্গে মাথা পিছু মেয়েরা পাবেন ২৫ হাজার, জেনে নিন কীভাবে মিলবে টাকা

পশ্চিমবঙ্গ সরকার ১৩ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের জন্য নতুন আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। ১৩-১৮ বছর বয়সী শিক্ষার্থীরা বার্ষিক ১০০০ টাকা এবং ১৮ বছর বয়সীরা এককালীন ২৫ হাজার টাকা পাবেন। 

Sayanita Chakraborty | Published : Dec 19, 2024 5:22 AM IST
110

ক্ষমতায় আসার পর থেকে একাধিক ভাতা চালু করেছে মমতা সরকার। রাজ্য বাসীর সুবিধার কথা সব সময় ভেবে থাকেন মুখ্যমন্ত্রী।

210

রাজ্যে শিশু থেকে বয়স্ক সকলের জন্যই ভাতা চালু করেছে রাজ্য সরকার। তেমনই ভাতা আছে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য।

310

এই সকল ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার। তেমনই আছে কন্যাশ্রী, রূপশ্রী, তরুণের স্বপ্নের মতো প্রকল্প।

410

এই সকল প্রকল্পে কোনওটায় ১০০০ টাকা, কোনওটায় প্রতি মাসে ১২০০ কিংবা ১৫০০ টাকা করে দিয়ে থাকে মমতা সরকার।

510

এবার এই সকল টাকার সঙ্গে বছরে মোটা টাকা দেবে মমতা সরকার। মেয়েদের এই টাকা দেবেন মুখ্যমন্ত্রী।

610

১৩ থেকে ১৮ বছর বসয়ী শিক্ষাত্রীদের বছরে ১০০০ টাকা এবং ১৮ বছর বয়সীদের এককালীন ২৫ হাজার টাকা অনুদান দেবে মমতা সরকার।

710

এছাড়াও স্নাতকোত্তর পড়াশোনার ক্ষেত্রে মাসিক ২ হাজার থেকে আড়াই হাজার টাকা বৃত্তি দেবে কন্যাশ্রী।

810

২০১৩ সাল থেকে চালু হয়েছে কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্প ১৩ বছর থেকে গ্র্যাজুয়েশনের পরবর্তী শিক্ষা পর্যন্ত দেওয়া হবে টাকা।

910

এই প্রকল্পের জন্য আবেদন করতে wbkanyashree.gov.in এ গিয়ে আবেদন করতে পারেন।

1010

এই প্রকল্পে আবেদন করতে চাইলে অনলাইনে আবেদন করুন। নতুন বছর এই টাকা পেতে দেরি না করে আবেদন করুন।

Share this Photo Gallery
click me!

Latest Videos