আরও চাপে বিনীত গোয়েল! এবার হাইকোর্টে সিপির ইস্তফার দাবিতে মামলা দায়ের

কলকাতার সিপি বিনীত কুমার গোয়েলের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে আন্দোলনকারীরা। নির্যাতিতার পরিবার থেকে শুরু করে আন্দোলনকারী- সকলেই বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন।

 

Saborni Mitra | Published : Sep 5, 2024 11:59 AM IST

আরজি কর ইস্যুতে ক্রমশই চাপ বাড়ছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। এবার সিপির পদ থেকে অপসারণ চেয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। তবে এখানেই শেষ নয়, বিনীত গোয়েলের হয়ে মামলার নোটিশ গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে সরকারি আইনজীবীকে। আর এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ সেপ্টেম্বর।

আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে দেশ ও বিদেশেও। এই অবস্থাতেই কলকাতার সিপি বিনীত কুমার গোয়েলের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে আন্দোলনকারীরা। নির্যাতিতার পরিবার থেকে শুরু করে আন্দোলনকারী- সকলেই বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন। বিনীত গোয়েলের পুলিশের পদক কেড়ে নেওয়ার আর্জি জানিয়ে শুভেন্দু অধিকারী চিঠি লিখেছেন অমিত শাহকে। এতকিছুর পরে বিনীত গোয়েলের পদত্যাগ নিয়ে জোরালো সওয়াল করতে এবার কলতাতা হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা।

Latest Videos

আরজি কর মামলায় পরপর দুই দিন সওয়াল করেছিলেন এক সরকারি আইনজীবী। কলকাতা হাইকোর্টে জনস্বাস্থ্য মামলা দায়ের হওয়ার পরে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সরকারি আইনজীবীকে সেই মামলার নোটিশ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। মামলাকারী তার আবেদনে বলেছেন, আরজি করের নির্যাতিতার নাম উল্লেখ করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ভারতীয় আন অনুযায়ী কোনও ধর্ষিতার নাম ও ছবি প্রকাশ করা যায় না। তার পরিবারের সদস্যদের নাম উল্লেখ ও ছবি দেখান যায় না। কিন্তু শীর্ষ আদালতের নির্দেশের পরেও পুলিশ কমিশনার নিজে তা অগ্রাহ্য করে নির্যাতিতার নাম মিডিয়াকে জানিয়েছেন। তাই পুলিশ কমিশনারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও পদত্যাগের আবেদন জানিয়েছে মামলা করা হয়েছে। মামলা করেছেন অমৃতা পাণ্ডে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

আরও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! গৃহবধূ ছুটলেন থানায়, তারপর যা হল | Jalpaiguri News Today
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
বন্যা দুর্গতদের পাশে এবার জুনিয়র ডাক্তাররা, দিলেন বড় বার্তা, দেখুন | Junior Doctors
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |