Joka IIM Crime News: জোকা কাণ্ডে সত্যিটা আসলে কী? ৯ সদস্যের সিট গঠন পুলিশের

Published : Jul 13, 2025, 11:52 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Joka IIM College News: কলেজ ক্যাম্পাসের ভিতরেই তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ। ঘটনায় এবার ৯ সদস্যের সিট গঠন করল পুলিশ। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Joka News: জোকা কাণ্ডে  এবার ডিসি এস ডব্লু ডি এর তরফে ৯ সদস্যের সিট গঠন করা হয়েছে । একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদাধিকারীর নেতৃত্বে ৯ সদস্যের সিট সিট গঠন করা হল বলে পুলিশ সূত্রে খবর। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই এক তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে কলকাতার জোকা আইআইএম ক্যাম্পাসে।

এ বারের ঘটনাস্থল জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এর (আইআইএম) কলকাতার ক্যাম্পাস। পুলিশ সূত্রের খবর, সেখানকার এক দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে তাঁকে খাবার এবং পানীয় খাইয়ে আচ্ছন্ন করে যৌন নির্যাতনের অভিযোগ জানিয়েছেন অভিযোগকারিণী। তিনি নিজে মনোবিদ এবং অভিযুক্ত পড়ুয়ার কাউন্সেলিং করাতে তিনি ক্যাম্পাসে গিয়েছিলেন বলে দাবি করেছেন। 

শুক্রবারের এই ঘটনায় পুলিশ রাতের মধ্যেই প্রেমানন্দ মহাবীর টোপ্পান্নাভার ওরফে প্রেমানন্দ জৈন নামে ছাব্বিশ বছরের অভিযুক্তকে গ্রেফতার করেছে। শনিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক আগামী ১৯ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৪ (ধর্ষণ), ১২৩ (পানীয় খাইয়ে ক্ষতি করার চেষ্টা), ১২৭ (২) (জোর করে আটকে রাখা), ১১৫ (২) (মারধর) এবং ৭৬ (বলপূর্বক এক জন মহিলাকে হেনস্থা করা) নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতেই শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে তরুণী তাতে রাজি হননি। হাসপাতালে উপস্থিত চিকিৎসকের সামনেই তিনি লিখিত ভাবে শারীরিক পরীক্ষা করাতে চান না বলে জানিয়েছেন। এ দিন আর পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি তিনি। রাত পর্যন্ত খবর, পুলিশ তাঁর সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য সামনে আসছে, তাতে তদন্তকারীদের মনে কিছু প্রশ্ন তৈরি হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। লালবাজারের দাবি, তরুণীই লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। কোনও রকম অসহযোগিতা সামনে এলে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রের খবর।

অন্যদিকে, প্রশ্ন উঠে যাচ্ছে অভিযোগকারিণী সেই তরুণীর ভূমিকা নিয়েই। কারণ, আইআইএম জোকার ছাত্রাবাসে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কার্যত, ঘটনায় এখন নতুন মোড় (iim Calcutta news)। 

শুক্রবার, রাতের সেই ঘটনায় অভিযোগ উঠছে যে, আইআইএম জোকার ছাত্রদের হোস্টেলে এক বহিরাগত তরুণীকে ধর্ষণ করা হয়। প্রাথমিকভাবে এই ঘটনায় একজন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু সেই ঘটনার তদন্ত যতই এগোচ্ছে, ততই যেন জটিলতা দেখা দিচ্ছে (iim Kolkata news)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঐ তরুণী নিজেই দাবি করে বসেন, তিনি কাউন্সেলিংয়ের জন্য হোস্টেলে গেছিলেন। তাঁকে নাকি আমন্ত্রণ জানান কর্নাটকের এক দ্বিতীয় বর্ষের ছাত্র। কিন্তু সেখানে গিয়েই ঘটে যায় সেই অঘটন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা