'প্রতিটা ট্রাফিক সিগন্যালে বাধা পুলিশের', নবান্ন অভিযান আটকাতে অতি সক্রিয় পুলিশ, বিস্ফোরক নির্যাতিতার বাবা

Published : Aug 09, 2025, 01:20 PM ISTUpdated : Aug 09, 2025, 02:03 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Nabanna Abhiyan: আরজি করের নিহত চিকিৎসক তরুণীর বাবা-মায়ের ডাকা নবান্ন অভিযান ঠেকাতে অতি সক্রিয় পুলিশ। নির্যাতিতার পরিবারের তরফে উঠল ফের বিস্ফোরক অভিযোগ। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Nabanna Abhiyan: শনিবার সকাল থেকেই নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত রাজপথ। তিলোত্তমার বাবা-মায়ের ডাকা এই অ-রাজনৈতিক আন্দোলন ঠেকাতে তৎপর কলকাতা পুলিশ। আর যা নিয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভে ফেটে পড়লেন নিহত চিকিৎসক তরুণীর বাবা। এদিন বেলা ১টা নাগাদ নবান্ন অভিযানের উদ্দেশে যাওয়ার আগে ডোরিনা ক্রসিংয়ে এসে পৌঁছয় তাদের মিছিল। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের পুলিশের অতি সক্রিয়তা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বলেন, ''রাস্তায় রাস্তায় আমাদের আটকানোর চেষ্টা করেছে পুলিশ। পুলিশকে ধোঁকা দিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি। প্রত্যেকটা ট্রাফিক মোড়ে পুলিশের কাছে রয়েছে আমাদের গাড়ির নম্বর। নবান্ন অভিযানে আসার পথে প্রতিটা ট্রাফিক সিগন্যালে আমাদের থামানোর চেষ্টা করা হয়েছে।''

তিনি অভিযোগ করে আরও বলেন, ''আমরা জলে ডুবে গিয়েছি। সাঁতার কেটে ওপরে ওঠার চেষ্টা করছি। আজ আমাদের মিছিলে প্রচুর লোকজন এসেছে। সবাই সক্রিয় ভাবেই অংশগ্রহণ করেছেন। তৃণমূলের কিছু লোকও আমাদের এই মিছিলে আছে। নবান্নে আমরা যাবই। নবান্ন অভিযান হবেই।'' 

অন্যদিকে, RG Karকাণ্ডের পর কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়। কিন্তু এখনও ন্যায় বিচার পায়নি বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। সেই কারণেই RG Kar-কাণ্ডের বার্ষীকেতে পথে নামছে নির্যাতিতার পরিবার। নবান্ন অভিযানের ডাক দিয়েছে নির্যাতিতার বাবা ও মা। কিন্তু তার পূর্বেই নির্যাতিতার বাবা রীতিমত বিস্ফোরক মন্তব্য করেন। নিহত চিকিৎসক তরুণীর মাও তদন্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

নির্যাতিতার বাবা বলেছেন, তাঁর মেয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার। প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ, স্বাস্থ্য দফতদর, সকলেই দায়ী। তিনি বলেন, 'যতিও ব্যারিকেড করুন আমরা নবান্নে পৌঁছে যাব। ' তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, 'রাস্তায় দেখা হলেও প্রতিবেশীরা কথা বলেনন না। বাজারে কোনও জিনিস কিনতে গেলে বিক্রেতা দশবার ভাবেন বিক্রি করবেন কিনা! এমন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস।' রাজ্যের শাসক দলের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করেন নির্যাতিতার বাবা।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'শীতকালীন ছুটিতে রায় লেখা হবে DA মামলার!' সুপ্রিম কোর্টের রায় ঘোষণার দিন নিয়ে বড় আপডেট
Today live News: আর ঠিক কতদিন থাকবে কনকনে ঠান্ডা? কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট দেখুন ছবিতে