'ছাত্র সমাজের' নবান্ন অভিযানের দিনে কীভাবে স্কুলে যাতায়াত করবে শিশুরা? কী জানাল পুল কার সংগঠন?

ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের ফলে কলকাতার স্কুল পড়ুয়াদের যাতায়াত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুল কার অ্যাসোসিয়েশন জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে শর্তসাপেক্ষে পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হবে তারা।

Soumya Gangully | Published : Aug 26, 2024 2:03 PM IST / Updated: Aug 26 2024, 08:30 PM IST

মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে 'ছাত্র সমাজ'। কিন্তু এই আন্দোলনের জেরে কলকাতার স্কুলগুলির ছাত্রছাত্রীরাই সমস্যায় পড়তে চলেছে। পুল কার অ্যাসোসিয়েশন তেমনই ইঙ্গিত দিয়েছে। এই সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২৭ অগাস্ট নবান্ন অভিযানের কারণে সকাল ৯টার পর রাস্তায় বিক্ষোভ হতে পারে। আমরা সকালে পরিষেবা দেব। কিন্তু সকাল ৯টার পর যদি পরিস্থিতির অবনতি হয়, তাহলে আমরা শর্তসাপেক্ষে পরিষেবা স্থগিত রাখতে বাধ্য হব। আমরা অনুরোধ জানাচ্ছি, অভিভাবকরা নিজেদের ঝুঁকিতে সন্তানদের স্কুলে পাঠাবেন।’ কলকাতার স্কুলগুলির বেশিরভাগ পড়ুয়াই যাতায়াতের জন্য পুল কারের উপর নির্ভর করে। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার সময় পুল কার পেলেও, ফেরার সময় সমস্যায় পড়তে পারে স্কুল পড়ুয়ারা। ফলে তাদের স্কুলে পাঠানোর ব্যাপারে দ্বিধায় অনেক অভিভাবক।

মঙ্গলবারই ইউজিসি নেট

Latest Videos

মঙ্গলবার ইউজিসি নেট রয়েছে। অনেক পড়ুয়াই এই পরীক্ষা দিতে যাবেন। নবান্ন অভিযানের কারণে তাঁরাও সমস্যায় পড়তে পারেন। সে কথা মাথায় রেখে পরিবহণ দফতর বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করছে। সব পরিবণ নিগমকে বেশি সংখ্যায় বাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে মঙ্গলবার কলকাতার রাস্তায় অন্যান্য দিনের চেয়ে বেশি সংখ্যায় বাস পাওয়া যেতে পারে। মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রায় ১,১০০ বাস থাকতে পারে। ট্যাক্সি, ক্যাব সংস্থাগুলিকেও রাস্তায় সব গাড়ি নামাতে বলা হয়েছে। পরীক্ষার্থীদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার

কলকাতাকে স্বাভাবিক রাখতে মরিয়া রাজ্য সরকার

মঙ্গলবার কলকাতায় যাতে অপ্রীতিকর পরিস্থিতি, বিশৃঙ্খলা, আইন-শৃঙ্খলাজনিত সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতায় সব পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মঙ্গলবার নবান্ন অভিযান, কোন রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করবে পুলিশ? জেনে নিন

Share this article
click me!

Latest Videos

'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
'স্বাস্থ্য মন্ত্রী সহ পুরো দফতর এবার জেলে যাবে' বিস্ফোরক শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari News
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024