Weather News: সকাল থেকেই মেঘলা আকাশ, কয়েক ঘন্টার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে জেলায় জেলায়, কোথায় কখন হবে বৃষ্টি?

হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনভর। যদিও নিন্মচাপের ফলে মৌসুমী বায়ু প্রবেশ করছে না এর ফলে ভারী বৃষ্টিপাত হতে আরও একটু সময় লাগবে।

 

Weather News: তাপপ্রবাহ কমিয়ে কয়েক ঘন্টার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে জেলায় জেলায়। প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দু-এক দিনের মধ্যে মৌসুমী বায়ুও প্রবেশ করবে রাজ্যে। এর পরবর্তী ২৪ ঘন্টার মধ্যেই শুরু হবে আকাশ ভাঙা বৃষ্টিপাত। এই বছর দেরীতে আসলেই প্রচুর পরিমানে বৃষ্টি হবে বলে অনুমান করছে আবহাওয়াবিদরা। শুধু তাই নয় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনভর। যদিও নিন্মচাপের ফলে মৌসুমী বায়ু প্রবেশ করছে না এর ফলে ভারী বৃষ্টিপাত হতে আরও একটু সময় লাগবে।

গতকাল কলকাতা এবং তার প্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯২ শতাংশ,সর্বনিম্ন ৭১শতাংশ। সেখানে আজকের সকাল শুরুই হয়েছে মেঘলা, নেই ঝাঁঝালো সূর্যের তাপ। আজও নিয়ম মতো কয়েকটি জায়গায় প্রাক বর্ষার বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা খানিকটা কমে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ডিগ্রী এবং ২৯ডিগ্রীর আশেপাশে থাকবে।

Latest Videos

পশ্চিমের জেলাগুলোতে আগামী তিনদিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রী আরও কমবে। বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম বোধ হচ্ছে। তবে বৃষ্টি হলেই এই অস্বস্তিকর গরম কমে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন