Jiban Krishna Saha social post: 'পদ মানে লুটেপুটে খাওয়া নয়, লোককে সেবা করা', জামিন পেয়েই জীবনকৃষ্ণের পোষ্ট বোমা ফাটাল রাজনৈতিক মহলে

Published : Jun 17, 2024, 02:40 PM IST
Jiban Krishna Saha

সংক্ষিপ্ত

তদন্তকারীরা দাবী করেছিলেন যে বিধায়কের বাসভবনের সীমানা প্রাচীরের কাছে ঝোপ থেকে "অপরাধী" নথির পাঁচটি ব্যাগ উদ্ধার করা হয়েছিল। 

পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে সহকারী শিক্ষক নিয়োগে কথিত অনিয়মের অভিযোগে টিএমসি বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে। সূত্র জানায়, ৬৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। জীবন কৃষ্ণের বাড়িতে তল্লাশির সময়, তদন্তকারীরা দাবী করেছিলেন যে বিধায়কের বাসভবনের সীমানা প্রাচীরের কাছে ঝোপ থেকে "অপরাধী" নথির পাঁচটি ব্যাগ উদ্ধার করা হয়েছিল।

নথিপত্রে উচ্চাকাঙ্ক্ষী প্রার্থীদের চাকরির জন্য ঘুষ দেওয়ার ছবি পেয়েছিলেন সিবিআই কর্মকর্তারা। সেই জীবন কৃষ্ণ সাহা হাইকোর্ট থেকে জামিন পেয়ে সোশ্যাল পোস্টে এমন বোমা ফাটালেন যাতে বেশ অস্বস্তিতে রাজ্য রাজনৈতিক মহল। জীবন কৃষ্ণ সাহার এই পোস্টের সত্যতা যদিও এশিয়ানেট নিউজ বাংলা যাচাই করেনি। তবে জীবন কৃষ্ণ সাহার পোস্টে লেখা , ‘পদ মানে ক্ষমতা নয়, পদ মানে দায়িত্ব, পদ মানে লুটেপুটে খাওয়া নয়, লোককে সেবা করা। এটা গেলে আসে অহংকার, তারপর পতন’।

এই পোস্ট করে তিনি দলীয় কর্মীদের উদ্দেশে কিছু বার্তা দিয়েছেন কী না তা নিয়ে কিছু জানাননি তিনি। তবে হঠাৎ জামিন পেয়ে এমন বোধদয়ের কারণটাও পরিষ্কার নয়। রাজনৈতিক মহলের একাংশের মত, এই পোস্টের মাধ্যমে কী কোনও বার্তা দিতে চেয়েছেন জীবনকৃষ্ণ! নাকি এই পোস্ট তার চেতনার উদ্রেক তা স্পষ্ট নয়।

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি