৩১ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮:৩০টা - দুপুর ১টা পর্যন্ত থাকবে যান চলাচলের উপর বিধি নিষেধ। কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভর্মা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞাগুলি সাধারণ নিয়মের অতিরিক্ত এবং রাষ্ট্রপতির সফর শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। যে রাস্তায় এই নিয়ম বলবৎ থাকবে সেগুলি হল-
আর.আর. অ্যাভিনিউ, রেড রোড, খিদিরপুর রোড, এজেসি বোস ফ্লাইওভার, মা ফ্লাইওভার, ই.এম. বাইপাস, হিডকো ক্রসিং সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়। এছাড়াও নাগরিকদের যানজট এড়াতে ওই দিনগুলোতে বিকল্প রুট ব্যবহার ও সময়মতো রওনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।