Kolkata Metro News: সপ্তাহের শুরুতেই মেট্রো যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। আর চলবে না কবি সুভাষ পর্যন্ত মেট্রো রেল। কিন্তু কেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
সপ্তাহের শুরুতেই যাত্রী দুর্ভোগ ব্লু লাইন মেট্রোতে। মেট্রো ভবন সূত্রে খবর, আর চলবে না কবি সুভাষ অর্থাৎ গড়িয়া পর্যন্ত মেট্রো। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মিলবে আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা। সোমবার মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে এই খবর মিলেছে।
25
কেন বন্ধ মেট্রো পরিষেবা?
জানা গিয়েছে, আজ কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মের কিছু কলামে ফাটলের চিহ্ন লক্ষ্য করা গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে প্ল্যাটফর্মে অসম বসতির ফলে এই ফাটল সৃষ্টি হয়েছে। যাত্রীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কবি সুভাষ স্টেশনে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
35
ব্লু লাইনে আপ-ডাউন মেট্রো আপডেট
ব্লু লাইনে আপ ও ডাউন দুই দিকেই এখন থেকে ট্রেন চলবে শুধুমাত্র শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই নেওয়া হয়েছে। তবে খালি মেট্রো রেক কবি সুভাষ স্টেশন পর্যন্ত চালানো হবে রেক রিভার্সাল এবং রক্ষণাবেক্ষণের জন্য।
ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণের কাজ চলছে এবং যথাযথ পরিকল্পনার মাধ্যমে দ্রুত মেরামতি ও পুনর্বাসনের কাজ শুরু করা হবে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
55
কলকাতা মেট্রোয় অ্যালুমিনিয়ামের থার্ড রেল
অন্যদিকে বিশ্বের একাধিক আধুনিক শহর যেমন সিঙ্গাপুর, লন্ডন, মস্কো, বার্লিন, মিউনিখ ও ইস্তাম্বুলের পর এবার সেই তালিকায় জায়গা করে নিল কলকাতা মেট্রোও। কলকাতা মেট্রোরেলের মুকুটে নয়া পালক। যুক্ত হল বিদ্যুৎ খরচ বাঁচিয়ে আধুনিক অ্যালুমিনিয়ামের থার্ড রেলের সফল ট্রায়াল রান। এবার কলকাতা মেট্রোয়। দীর্ঘ ৩৮ বছরের অপেক্ষার অবসান।