Onion Price hike: ৭০ টাকা কেজি দরে বিকোচ্ছে পেঁয়াজ, আকাশছোঁয়া বাজার দরের সুরাহা মিলবে কবে?

কেন হঠাৎ করে এই চড়া দাম পেঁয়াজের? এখনও স্পষ্টভাবে কিছুই জানাতে পারেনি টাস্ক ফোর্সের কর্তারা।

উৎসবের মরশুমেও আগুন দাম বাজারে। একে ভাইফোঁটার হিড়িক তার উপর আবার নিত্যদিনের মূল্যবৃদ্ধিতে নাজেহাল আম জনতা। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ঊর্ধ্বমূখী পেঁয়াজের দাম। পুজোর আগে থেকেই দাম চড়তে শুরু করেছিল পেঁয়াজের। বর্তমানে ৭০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।ফলত স্বাভাবিকভাবেই পেয়াঁজের পাইকারি বাজারে পেঁয়াজ জমছে। তবে কেন হঠাৎ করে এই চড়া দাম পেঁয়াজের? এখনও স্পষ্টভাবে কিছুই জানাতে পারেনি টাস্ক ফোর্সের কর্তারা।

আকাশছোঁয়া দাম পেঁয়াজের

Latest Videos

বাজারে ক্রমেই বাড়ছে পেঁয়াজের দাম। বুধবার বাজারে পেঁয়াজের পাইকারি দর ৩০-৪০ টাকা পর্যন্ত গিয়েছে। উল্লেখ্য বাজারে মূলত ৩-৪ ধরনের পেঁয়াজ বিক্রি হয়। এক নম্বর মানের পেঁয়াজ সাধারণত বাজারে খুব কম পরিমাণে বিক্রি হয়। পাইকারি বাজারে থাকা পেঁয়াজগুলি দু'নম্বর কিংবা তিন নম্বর মানের। বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় সরকারের কয়েকটি সিদ্ধান্ত যেগুলো কিছু সংখ্যক খুচরা ব্যবসায়ীকে সন্তুষ্ট করতে গিয়ে,কোটি কোটি সাধারণ ক্রেতাকে বিপাকে ফেলেছে। তাঁদের দাবি সরকার যদি খুচরো বাজারের বেশ কিছু জিনিসপত্র এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের মধ্যে আবার না আনে, তাহলে একেবারে অতি সাধারণ মানুষের বিপদ বাড়বেই।

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর