ইতিমধ্যেই মোদীর পোস্টারে ছেয়ে গিয়েছে উত্তর থেকে দক্ষিণ। তবে শহর সাজাচ্ছে মমতার সরকারও। মোদীর কলকাতা সফরের আগে নীল সাদা রঙের প্রলেপ ও নীল সাদা কাপড়ে রাস্তার দুধারে মুড়ে ফেলা হয়েছে। একইসঙ্গে হেস্টিংস, স্ট্র্যান্ড রোড, বাবুঘাট ছাড়াও শহরের বিভিন্ন স্ট্যাচু জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে।