লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি মহিলাদের দিচ্ছে আরও ১০০০ টাকা! জেনে নিন মমতা সরকারের এই প্রকল্পে কীভাবে আবেদন করবেন

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি বিধবা ভাতা প্রকল্পে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান এবং বিধবা মহিলারা আলাদা ভাতা পেতে পারেন। 

Sayanita Chakraborty | Published : Dec 6, 2024 9:31 AM IST
115

রাজ্য সরকারের একাধিক প্রকল্পে মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে মহিলাদের ১০০০ এবং তপসিলি মহিলারা পেয়ে থাকেন ১২০০ টাকা।

215

রাজ্য সরকারের আছে আরও অনেক প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে তরুণের প্রকল্প সহ আরও অনেক প্রকল্প।

315

তেমনই আছে কন্যাশ্রী, তরুণের স্বপ্ন, শিক্ষাশ্রী প্রকল্প, যুবশ্রী, কর্মশ্রী-র মতো নানান প্রকল্প। আছে সবুজ সাথী, যোগ্যশ্রী, কৃষক বন্ধু প্রকল্প।

415

এই সকল প্রকল্পে মাসে মাসে টাকা পেয়ে থাকেন রাজ্যবাসীরা। রাজ্যের মহিলা থেকে পুরুষ, যুবক থেকে যুবতী সকলের কথা মাথায় রেখেই এনেছেন এই সকল প্রকল্প।

515

এই সকল প্রকল্পের মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রতি মাসে এই প্রকল্পের নির্দিষ্ট পরিমাণ টাকা পান রাজ্যের মহিলারা।

615

জানেন কি, লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি রাজ্যের মহিলাদের ১০০০ টাকা করে দিচ্ছে মমতা সরকার। জেনে নিন কী সেই প্রকল্প।

715

বিধবা ভাতা প্রকল্পে রাজ্যের মহিলাদের টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। ২০১০ সাল থেকে চালু হয়েছে।

815

রাজ্যের বিধবা মহিলা ও মেয়েদের আর্থিক সাহায্য প্রদান করা হ. এই প্রকল্পের দ্বারা। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন।

915

কিংবা যারা ১০ বছরের বেশি সময় এ রাজ্যে বাস করেন তাঁরা এই ভাতা পান।

1015

বিধবা ভাতা প্রকল্পটি আবেদন করার জন্য মৃত স্বামীর মৃত্যুর শংসাপত্র এবং তার যে কোনও পরিচয়পত্র বাধ্যতামূলক।

1115

ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, আয়ের শংসাপত্র, রেশন কার্ড, স্বামীর মৃত্যুর শংসাপত্র, মৃত স্বামীর আইডি-র মতো ডকুমেন্ট জমা দিতে হবে।

1215

লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি রাজ্যের মহিলাদের ১০০০ টাকা করে দিচ্ছে মমতা সরকার এই প্রকল্পে।

1315

বিধবা ভাতা প্রকল্পটি আবেদন করতে হবে স্থানীয় এলাকায়। ডিসেম্বরে ফের ক্যাম্প হচ্ছে। সেখানে আবেদন করতে পারেন।

1415

কিংবা অনলাইনে আবেদন করতে পারেন বিধবা ভাতা প্রকল্পটির জন্য।

1515

বর্তমানে রাজ্যবাসীর জন্য এমন নানান প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার।

Share this Photo Gallery
click me!

Latest Videos