কলকাতা শহরের বাতাসে বিষ! নাইট্রোজেন ডাইঅক্সাইডের উপস্থিতি নিয়ে উদ্বেগ, শরীরের কী ক্ষতি হচ্ছে?
কলকাতার বায়ুমণ্ডলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ উদ্বেগজনক। বালিগঞ্জে এর মাত্রা সবচেয়ে বেশি, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই বিষাক্ত গ্যাসের কারণে ফুসফুসের সমস্যা, হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে।
স্বাস্থ্য ভালো নেই কলকাতা শহরের। বিশেষ করে বলিগঞ্জ এলাকার বাতাস। এক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এমনই নির্দেশ আছে।
তথ্য অনুসারে, গত বছর সারা কলকাতার মধ্যে বালিগঞ্জের বায়ুমণ্ডলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের উপস্থিতি সব থেকে বেশি।
মূলত পেট্রল ও ডিডেলচালিত বিভিন্ন যানবাহনের টেল পাইপ থেকে নির্গত হয়। গ্রিনপিস-র তরফ থেকে প্রকাশ করা একটি রিপোর্টে মিলেছে এমন তথ্য।
হু -র মানদণ্ড আনুসারে, যে কোনও এলাকায় বাতাসে মিশ্রিত নাইট্রোজেন ডাই অক্সাউডের পরিমাণ ১০ গ্রাম/এম কিউব হিসাবে থাকলে তা বসবাসের উপযোগী।
রিপোর্ট অনুসারে, কলকাতা শহরে সামগ্রিকভাবে ৮০ শতাংশ দিনগুলোতেই নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ হু-র নির্ধারিত মানদণ্ডের মধ্যে থাকছে। বাকি দিনগুলোর পরিমাণ বা মাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে।
শহরে নাইট্রোজেন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে হচ্ছে ২৮ গ্রাম/এম কিউব। এক্ষেত্রে ভারতের জাতীয় মানদণ্ড হল ৪০ গ্রাম/এম কিউব।
বিশেষজ্ঞদের মতে, নাইট্রোজেন ডাইঅক্সাইড একটি অত্যন্ত ক্ষতিকর এবং বিষাক্ত গ্যাস।
নাইট্রোজেন ডাইঅক্সাইড শরীরে প্রবেশের ফলে নানা সমস্যা দেখা দেয়। ফুসফুসের সমস্যা হতে হয়। ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে।
অ্যালার্জি বাড়তে পারে। শ্বাসজনিক অসুখ বাড়তে পারে। বাড়তে পারে হার্টের সমস্যা। নাইট্রোজেন ডাইঅক্সাইড শিশুদের শরীরে ক্ষতি করে।
এমন ভাবে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের উপস্থিতি শরীরে তৈরি করছে শরীরিক জটিলতা।