RG Kar-এর নির্যাতিতার বিচারের দাবিতে ১ বছর পূরণ হওয়ার দিনেই নির্যাতিতার পরিবারে নবান্ন অভিযান। নবান্ন অভিযান থেকেই উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাদের দাবি। মিছিলে স্লোগান উঠেছে 'দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।' পুলিশ লোহার ব্যারিকেড দিয়েছে। া া আন্দোলনকারীরা বিচার না পাওয়ার ক্ষোভে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে।