গলায় কালো কাপড় ঝুলিয়ে মিছিলে শুভেন্দু, ব্যারিকেডের ওপর চড়ে প্রতিবাদ আমজনতার

Published : Aug 09, 2025, 01:23 PM IST

RG Kar-এর নির্যাতিতার বিচারের দাবিতে ১ বছর পূরণ হওয়ার দিনেই নির্যাতিতার পরিবারে নবান্ন অভিযান। নবান্ন অভিযান থেকেই উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাদের দাবি।

PREV
15
নবান্ন অভিযান

RG Kar-এর নির্যাতিতার বিচারের দাবিতে ১ বছর পূরণ হওয়ার দিনেই নির্যাতিতার পরিবারে নবান্ন অভিযান। নবান্ন অভিযান থেকেই উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাদের দাবি। মিছিলে স্লোগান উঠেছে 'দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।' পুলিশ লোহার ব্যারিকেড দিয়েছে। া া আন্দোলনকারীরা বিচার না পাওয়ার ক্ষোভে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে।

25
ব্যারিকেডের ওপর মানুষ

মিছিল আটকাতে পুলিশ ১০ ফুটেরও বেশি উঁচু ব্যারেকেড দিয়েছ। কিন্তু ক্ষুব্ধ জনতা সেই ব্যারেকেডেরর ওপর উঠে যায়। যদিও পুলিশ উন্মত্ত জনতাকে ঠেকাতে মাইকে ঘোষণা করে আইন মেনেই মিছিল করতে। কিন্তু মিছিল আটকাতে পুলিশ যথেষ্ট কড়া ব্যবস্থা নিয়েছে। নবান্ন অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আনা হয়েছে জলকামান। কলকাতা পুলিশের পাশাপাশি বেঙ্গল পুলিশ, ব়্যাফ মোতায়ন করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে রাজ্যের প্রধান কার্যকরী দফতর নবান্ন।

35
নবান্ন অভিযান

নির্যাতিতার পরিবারের ডাকে নবান্ন অভিযানে রাজ্যের একাধিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠন সমর্থন জানিয়েছেন। বেলা ১২টায় শুরু হওয়ার কথা নবান্ন অভিযানের। কিন্তু তার প্রায় এক ঘণ্টা আগেই বন্ধ করে দেওয়া হয়েছে হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতু। প্রায় দুই মানুষ সমান উঁচু ব্যারিকেড দেওয়া হয়েছে। নবান্ন ঘিরে রেখেছে কয়েকশ পুলিশ কর্মী।

45
মিছিলে শুভেন্দু

ডোরিনা ক্রসিং থেকে মিছিলে যোগ দেন শুভেন্দু অধিকারী। সঙ্গে রয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। কিন্তু সেখানে ছিল না বিজেপির পতাকা। গলায় কালো উত্তরীয় পরেই মিছিলে যোগ দেন। তিনি মিছিল শুরুর পূর্বেই দলমত নির্বিশেষে সকলকে মিছিলে যোগ দিতে বলেন। তিনি বলেন, মমতা মানুষকে দেখে ভয় পেয়েছে। সেই কারণেই পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে। তিনি মিছিলে অংশগ্রহণকারীদের সাধারণ পুলিশ কর্মীদের ওপর হামলা না করতে আবেদন জানিয়েছেন।

55
নবান্ন চত্ত্বরে উত্তেজনা

নবান্ন চত্ত্বরে উত্তেজনা ক্রমশই বাড়ছে। পুলিশের বাধা উপেক্ষা করেই নাবান্নর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন মিছিলকারীরা। কলকাতার দিক থেকে যেমন মিছিল এগিয়ে যাচ্ছে, তেমনই মিছিল এগিয়ে যাচ্ছে হাওড়ার দিক থেকে। পুলিশ া আটকাকে একাধিক জায়গায় ব্যারিকেড করে দিয়েছে পুলিশ।

Read more Photos on
click me!

Recommended Stories