আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার সময় থেকেই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি কসবায় শাসক দলের কাউন্সিলরের উপর হামলার ঘটনায় কলকাতা পুলিশের উপর চাপ বেড়েছে।
কলকাতা-সহ রাজ্য পুলিশে একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলের কথা ঘোষণা করা হল। বুধবার এই বদলির কথা ঘোষণা করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বদল এল কলকাতা পুলিশে। কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার এবং গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মাকে ব্যারাকপুরের পুলিশ অ্যাকাডেমিতে বদলি করা হল। ব্যারাকপুরের পুলিশ অ্যাকাডেমির ডিরেক্টর প্রণব কুমারকে কলকাতা পুলিশে মুরলীধরের জায়গায় নিয়ে আসা হয়েছে। এছাড়া হাওড়া গ্রামীণ অঞ্চলের পুলিশ সুপার স্বাতী বাঙ্গালিয়াকে সাইবার ক্রাইম বিভাগের সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে। হাওড়া গ্রামীণ অঞ্চলের নতুন পুলিশ সুপার হলেন এতদিন হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল হিসেবে দায়িত্ব পালন করা সুবিমল পাল। হাওড়া পুলিশ কমিশনারেটের নতুন ডিসি সেন্ট্রাল হলেন হাওড়াতেই ডিসি সাউথ হিসেবে দায়িত্ব পালন করা বিশ্বজিৎ মাহাতো। হাওড়া পুলিশ কমিশনারেটের নতুন ডিসি সাউথ হিসেবে দায়িত্ব পেলেন রাজ্য পুলিশের আই বি হিসেবে দায়িত্ব পালন করা সুরিন্দর সিং।
কেন সরানো হলব মুরলীধরকে?
আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় সময় কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ একাধিক আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হলেও, মুরলীধরকে নিয়ে তেমন কোমও বিতর্ক তৈরি হয়নি। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক বা সাধারণ মানুষ মুরলীধরকে সরিয়ে দেওয়ার দাবি জানাননি। কিন্তু এবার তাঁকে কম গুরুত্বপূর্ণ পদে সরিয়ে দেওয়া হল।
কসবার ঘটনায় বিপাকে মুরলীধর?
সম্প্রতি কসবায় জনবহুল অঞ্চলে প্রকাশ্যে শাসক দলের কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। বিহার থেকে আগ্নেয়াস্ত্র ও শার্প শ্যুটার এনে সুশান্তকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শাসক দলের একাধিক নেতাও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এরপরেই বদলি হলেন মুরলীধর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
RG Kar মামলার শুনানিতে সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে অভিনব উদ্যোগ, কী করা হয়েছে
আবার কপাল পুড়ল বিনীত গোয়েলের? RG Kar মামলার ৩ ঘণ্টা শুনানির পর বিস্ফোরক সঞ্জয় রায়