হুগলিতে জয় হবে রচনার! গণনার দিনে ব্যাপক আশাবাদী অভিনেত্রী, কার হাতে থাকবে এই সিট?

Published : Jun 04, 2024, 10:17 AM IST
Rachana Banerjee

সংক্ষিপ্ত

হুগলিতে জয় হবে রচনার! গণনার দিনে ব্যাপক আশাবাদী অভিনেত্রী, কার হাতে থাকবে এই সিট?

“তৃণমূলই জিতবে” এমনই আশাবাদী রচনা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় হুগলি কেন্দ্রে তিনিই জিতবেন এমনই আশা তাঁর। এদিন গণনাকেন্দ্র ঘুড়ে দেখতে এসেছিলেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হুগলিতে জিতছেন কি না এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “ জিতব এটাই আশা রাখছি ।  রাতে ভালই শান্তিতে ঘুম হয়েছে। এত লড়াইয়ের পর আশা তো থাকেই। আমি জানি তৃণমূলই আসবে, ঠাকুর সব ঠিক করে রেখেছে। আমি ১০০ শতাংশ আশাবাদী। 

তাঁকে দেখে জয় শ্রী রাম স্লোগান দেওয়া প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রচনা জানান, “ যে যার স্লোগান তো বলবেই আমাদের জয় বাংলা,  ওদের জয় শ্রী রাম। যার যেটা স্লোগান বলতেই পারে। এ ছাড়া ভোটের পরে খাওয়া দাওয়া প্রসঙ্গে রচনা জানান , ” আর খাওয়া নয় অনেক হয়েছে এবার ডায়েট করব। মিষ্টি ,দই অনেক খেয়েছি”

তবে প্রথম রাউন্ডের গণনার পরে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পিছিয়ে গিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়. তবে হুগলি লোকসভায় তিনিই জিতবেন এমনই আশা রাখছেন রচনা।

PREV
click me!

Recommended Stories

ডিএ মামলার রায় থেকে শুরু করে মেজাজ হারালেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মহম্মদ নবি, সারাদিনের খবর জানুন এক ক্লিকে
নবান্নে শুরু তোড়জোড়! বাড়ছে DA- তৈরি হবে সপ্তম বেতন কমিশনও? নতুন বছরে বিরাট আপডেট