তুমুল অশান্তির এই এলাকায়! গণনার পরে মারাত্মক উত্তপ্ত হতে পারে পরিস্থিতি! বাড়ল নিরাপত্তা

Published : Jun 04, 2024, 09:49 AM ISTUpdated : Jun 04, 2024, 09:50 AM IST
Image of Kolkata Police and Central Force

সংক্ষিপ্ত

তুমুল অশান্তির ভয় দমদমে! গণনার পরে উত্তপ্ত হতে পারে পরিস্থিতি! বাড়ল নিরাপত্তা

দমদম লোকসভা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এই এলাকায় তৃণমূল প্রার্থী হলেন সৌগত রায়, বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, অন্যদিকে সিপিএম প্রার্থী হলেন সুজন চক্রবর্তী।

এ প্রসঙ্গে ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া বলেন, " দমদম লোকসভার গণনা কেন্দ্রের নিরাপত্তার জন্য দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বাকি ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যারাকপুর সিটি পুলিশের সমস্ত থানায় ভাগ করে দেওয়া হবে। এর সঙ্গেই রাজ্য পুলিশের এক হাজার সদস্যের বাহিনী থাকছে। প্রতিটি থানাতেই কুইক রেসপন্স টিম (কিউআরটি) থাকবে।"

ভোট ঘোষণার পর থেকে বহুবার অশান্তি দেখা গিয়েছে দমদম কেন্দ্রে।নির্বাচনের দিনেও অশান্তির ঘটনায় দমদম লোকসভা কেন্দ্রে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। ভোটের আগের রাতেও বিক্ষিপ্ত অশান্তি দেখা গিয়েছে এলাকা জুড়ে।

ভোটের পরে দমদমে মারধরের বিজেপির এক বুথ এজেন্টকে বলে অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এই কারণে ভোটের রেজাল্টের পরে দমদমের পরিস্থিতি কী হবে তাই নিয়ে সংশয় রয়েছে?

বাসিন্দাদের একাংশ এটাও বলছেন, ফলাফল ঘোষণার আগেই যে ভাবে রাজনৈতিক নেতাদের হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারির কথা শোনা যাচ্ছে, তাতে পরবর্তী অশান্তির আশঙ্কা অমূলক নয়।

তাই রেজাল্টের পরে অশান্তির আশঙ্কা খুব একটা ভুল নয় বলেই মনে করা যাচ্ছে। তাই নিরাপত্তা বাড়ান হয়েছে এই লোকসভার গণনা কেন্দ্রে।

PREV
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে