টিকিট কাউন্টার বৃদ্ধি থেকে গাড়ি পার্কিং-এ নিষেধাজ্ঞা,পুজোর ভিড় নিয়ন্ত্রণে একাধিক সিদ্ধান্ত রেলের

Published : Sep 09, 2025, 08:52 AM IST

পুজোর সময়, ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত, কোনও গ্যালপিন লোকাল ট্রেন চলবে না। শিয়ালদহ স্টেশনে ভিড় এড়াতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন অতিরিক্ত টিকিট কাউন্টার, মোবাইল ইউটিএস এবং প্ল্যাটফর্ম নির্ধারণ।

PREV
15

পুজোর দিনগুলোতে অর্থাৎ ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে নয়া নিয়ম। এই কদিন ভিড় এড়াতে শিয়ালদহ ডিভিশন নিতে চলেছে বেশ কিছু পদক্ষেপ। এই কদিন কোনও গ্যালপিন লোকাল ট্রেন থাকবে না। শিয়ালদহের সহ শাখায় সব স্টেশন সব লোকাল থাকবে বলে ঘোষণা করা হয়েছে। ট্রেন চলাচলের সীমাও বাড়ানো হবে বলে জানা গিয়েছে।

25

শিয়ালদহ স্টেশন মোট ২১টি টিকিট কাউন্টার আছে। পুজোর দিনগুলোতে সব টিকিট কাউন্টারই খোলা থাকবে। এছাড়াও শিয়ালদহ স্টেশনে অতিরিক্ত ১০টি মোবাইল ইউটিএস ব্যবস্থা করা হবে। ১৭টি এটিভিএম কার্যকর থাকবে। সারাদিন পরিষেবা সচল রাখা ও সব দিক খতিয়ে দেখার জন্য একজন অতিরিক্ত সার্ভিস ইঞ্জিনিয়র সর্বক্ষণ মোতায়েন থাকবে বলে খবর।

35

ভিড় এড়াতে বিশেষ কাউন্টার পরিচালনার জন্য অতিরিক্ত বুকিং ক্লার্কদের অস্থায়ীভাবে মোতায়েন করা হবেও জানানো হয়েছে। এতে টিকিট কাটতে আর দাঁড়াতে হবে না লম্বা লাইনে। প্রতি বছর পুজোর সময় এই লাইনে দাঁড়াতে গিয়ে অধিকাংশই সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না। এবছর তা হবে না।  

45

ভিড় এড়াতে পুজোর দিনগুলোতে শিয়ালদহ রেল স্টেশন বাইরে গাড়ি পার্কিং নিষেধাজ্ঞা জারি করা হবে। ওই দিনগুলোতে বিকেল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত স্টেশন চত্বরে কোনও ট্রলি চলবে না। এতে যাতাযাতে সমস্যা কম হবে। হবে ভিড় করবে।

55

মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্ম নির্ধারিত হয়েছে। পুজোর দিনগুলো ৯ ও ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্ম এই সব ট্রেন এসে থাকমে ও ছাড়বে। তেমনই জরুরি ভিত্তিতে স্টেশনগুলোর দিকে নজর থাকবে।

Read more Photos on
click me!

Recommended Stories