Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী, আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড় বৃষ্টি জেলায় জেলায়

গত ৩১ মে বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। মনে করা হয়েছিল সময়ের আগেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গেও। দক্ষিণে বর্ষা প্রবেশের সময় জুনের দ্বিতীয় সপ্তাহ। তা কি আদৌ হবে! তবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। আর কিছুক্ষণের মধ্যেই নামতে পারো বৃষ্টি।

Parna Sengupta | Published : Jun 6, 2024 11:58 AM IST
110

অল্প অল্প বৃষ্টি হলেও গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে একটা ভ্যাপসা গরম রয়েছে। কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ সেই অর্থে কমেনি।

210

এর মাঝেই সুখবর শোনাল হাওয়া অফিস। কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝেঁপে বৃষ্টি আসতে পারে, জানাল আবহাওয়া দফতর।

310

আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে তরফ আগেই জানানো হয়েছিল, আগামী মঙ্গলবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

410

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কিছু কিছু জেলায় দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জানানো হল, ঘণ্টা দুয়েকের মধ্যে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসতে চলেছে।

510

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে সতর্কতাও জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আজ পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।

610

সেই সঙ্গেই দোসর হতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। এতে এক ঝটকায় কমতে পারে গরম।

710

এদিকে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গে প্যাচপ্যাচে গরম। গরমের কারণে অস্বস্তিকর একটা আবহাওয়া তৈরি হয়েছে। তবে দুপুর থেকে সন্ধ্যার দিকে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলতে পারে।

810

আজ পুরুলিয়ার পাশাপাশি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দোসর হতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

910

এছাড়া দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে সেই নিয়ে বড় আপডেট সামনে এসেছে। জানা যাচ্ছে, উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণে বর্ষা ঢুকতে এখনও কিছুটা সময় লাগবে।

1010

আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা কম রয়েছে বলে খবর। চলতি সপ্তাহে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ, কোথাও মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা নেই।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos