'পিকচার আভি বাকি হ্যায়'- আজ আরও ভয়ঙ্করভাবে ঝড়বৃষ্টি নামবে শহর জুড়ে! সতর্কতা জারি

Published : May 07, 2024, 01:31 PM IST
Cyclone

সংক্ষিপ্ত

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণবঙ্গের ১১ জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি রয়েছে। সতর্কতা থাকছে কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

ট্রেলার দেখিয়েছে কালবৈশাখী। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাল পিকচার আভি ভি বাকি হ্যায়। হাওয়া অফিসের পূর্বাভাস আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে ঝাঁপিয়ে নামবে বৃষ্টি। আরও জোরে হবে ঝড়। সোমবার সন্ধ্যে থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ কালো করে ঝড় ও বৃষ্টি শুরু হয়ে যায়। তাপমাত্রার পারদ কিছুটা নেমে যায়। স্বস্তি ফিরে পায় রাজ্যের বিশেষত দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণবঙ্গের ১১ জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি রয়েছে। সতর্কতা থাকছে কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আজ কালবৈশাখীর পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলায়। বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার বা তার বেশি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

জানানো হয়েছে ৮ মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বাড়তি সতর্কতা জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুরে ও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। ৫ মে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

আগামী ৪৮ ঘণ্টায় ঝড় চলবে দক্ষিণবঙ্গে। আর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। শনিবার থেকে কমবে বৃষ্টি। স্বাভাবিক হবে পরিস্থিতি।

শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির দোসর হবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?