Rajdeep Maiti News: বাম ছাত্র-যুবর হাতে ধরা পড়ল মহিলাদের নিয়ে অশালীন পোস্ট করা রাজদীপ, রাস্তার মধ্যেই চড় মারলেন মহিলা! পরে থানায়

Published : Jul 13, 2025, 12:49 PM ISTUpdated : Jul 13, 2025, 01:58 PM IST
rajdip maity news

সংক্ষিপ্ত

Rajdip Maity News: কলেজস্ট্রিট এলাকায় দাপট দেখাল বাম ছাত্র-যুবরা। কলকাতার অন্য কোথাও কিন্তু নয়! খোদ কলেজ পাড়া থেকে আটক হলেন মহিলাদের নিয়ে অশালীন পোস্ট করা অধ্যাপক ডঃ রাজদীপ মাইতি। 

Rajdip Maity News: কলেজস্ট্রিট এলাকা থেকে আটক বিতর্কিত সেই অধ্যাপক। সোশ্যাল মিডিয়াতে তথা পাবলিক প্ল্যাটফর্মে একাধিক মহিলাকে নিয়ে অশালীন মন্তব্য করা ছাড়াও, বাম নেত্রীদের ছবি পোস্ট করে কুরুচিকর ভাষার ব্যবহার এবং একাধিকবার হুমকি দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে (rajdeep maity controversy)। 

আর সেইসব অভিযোগের পরেই এবার অবশেষে, পুলিশের হাতে তুলে দেওয়া হল সেই বিতর্কিত অধ্যাপক রাজদীপ মাইতিকে। শনিবার বিকেলে, কয়েকজন SFI এবং DYFI কর্মী তাঁকে কলেজের সামনে থেকেি পাকড়াও করেন এবং তারপর সোজা আমহার্স্ট স্ট্রিট থানার দিকে রওনা দেন। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে (rajdeep maity case)।

 

 

প্রসঙ্গত, কলকাতার সূর্য সেন স্ট্রিটে অবিস্থিত সিটি কলেজের গণিত বিভাগের অধ্যাপক রাজদীপ মাইতির বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে মহিলাদেরকে কুরুচিকর ভাষায় আক্রমণ এবং অপমান করার অভিযোগ সামনে আসছিল। সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর, এসএফআই নেত্রী ঐশী ঘোষের মতো নেত্রীদের ছবিকে বিকৃতভাবে পোস্ট করে আপত্তিকর ক্যাপশন দিতেন তিনি। 

বাম ছাত্র সংগঠনের তরফে জানা গেছে, রাজদীপের বিরুদ্ধে একাধিকবার থানায় অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তাঁর বিরুদ্ধে। তবে তাঁর ফেসবুক প্রোফাইল দেখে অনেকেই রাজদীপকে শাসকদল ঘনিষ্ঠ বলেই মনে করছেন। এই নিয়েও বিতর্ক তৈরি হয়। শনিবার যে ভিডিওটি সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, বাম ছাত্র-যুব সংগঠনের কিছু সদস্য তাঁকে কলেজের সামনে থেকেই পাকড়াও করে নিয়ে যাচ্ছেন। তারা আবার এও বলছেন, “আমরা কিছু করব না, শুধু পুলিশের কাছে নিয়ে যাচ্ছি।" 

ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁকে নিয়ে তখন যারা থানার দিকে এগিয়ে যাচ্ছেন, হটাৎ একজন ভদ্রমহিলা এসে বলেন, “দাদা আমি একটু মারব?" পাশ থেকে একজন বলে ওঠেন, “হ্যাঁ, জুতো খুলে, জুতো খুলে।" তারপর সেই ভদ্রমহিলা তাঁকে সপাটে চড় মারতে থাকেন। এরপর সেখান থেকে রাজদীপ মাইতিকে বের করে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন বাম কর্মীরা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের