১লা জানুয়ারি থেকে কমে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! কড়া সিদ্ধান্ত নিতে পারেন মমতা, বড় আপডেট
দেশের বিভিন্ন রাজ্যে নানা ধরণের জনকল্যাণমূলক প্রকল্প চলে। বাংলাও এর ব্যতিক্রম নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্প থেকে লক্ষ লক্ষ মানুষ সুবিধা পান। কিন্তু জানুয়ারি থেকে হয়ত বদলে যেতে পারে এগুলির টাকার পরিমাণ।
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের খরচে লাগাম টানার বার্তা দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে।
তাহলে কি বড়সড় ধাক্কা খেতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকরা!
কমিয়ে দেওয়া হতে পারে এই প্রকল্পের টাকার পরিমাণ!
এই সিদ্ধান্ত কি কার্যকর হতে চলেছে ২০২৫ সালের জানুয়ারি থেকেই?
এই বিষয়ে বড় আপডেট দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
রিপোর্টে জানানো হয়েছে, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবর্ষে জিডিপির ০.২ শতাংশে ধরে রাখা গিয়েছে রাজস্ব ঘাটতি।
রাজ্যগুলিকে সতর্ক করে আরবিআই এর তরফে বলা হয়েছে, ভর্তুকি খাতে বরাদ্দ কমানোর পাশাপাশি উন্নয়নের জন্য প্রয়োজনীয় টাকার অভাব যাতে না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
এবার তাহলে কি সিদ্ধান্ত নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? সেদিকেই নজর রয়েছে সকলের।