NRC-র জন্যই আত্মঘাতী! সুইসাইড নোটে তেমনই লেখা রিজেন্টপার্কের বাসিন্দার

Published : Aug 04, 2025, 01:13 PM IST
Ranchi mother suicide with children

সংক্ষিপ্ত

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোটবেলায় বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন দিলীপ সাহা। সেই থেকে কলকাতায় রয়েছেন। কিন্তু সম্প্রতি NRC নাগরিকত্ব নিয়ে দেশজুড়ে যে বিতর্ক রয়েছে তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে। 

রিজেন্ট পার্কের একটি ঘর থেকে উদ্ধার হল এক মধ্যবয়সীর ঝুলন্ত দেহ। মৃতের নাম দিলীপ কুমার সাহা। মৃতের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেখানে লেখা রয়েছে, এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, NRC নিয়ে আতঙ্কের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোটবেলায় বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন দিলীপ সাহা। সেই থেকে কলকাতায় রয়েছেন। কিন্তু সম্প্রতি NRC নাগরিকত্ব নিয়ে দেশজুড়ে যে বিতর্ক রয়েছে তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে। স্থানীয়দের সঙ্গে এই নিয়ে কথাও বলেছিলেন। আশঙ্কা ছিল তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে।

রবিবার সকালে রিজেন্ট পার্ক থানা এলাকার এক বাড়িতে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবার ও প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। রিজেন্ট পার্ক থানার পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। সুইসাইড নোটের কথাও নিশ্চিত করেছে তারা।

ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, এনআরসি নিয়ে সরকারের অবস্থান সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলছে। এই মৃত্যু তার প্রতিফলন। যদিও পুলিশ এখনই কোনও রাজনৈতিক যোগ বা বৃহত্তর ষড়যন্ত্রের কথা মানতে নারাজ। তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের
দেশজুড়ে IndiGo-র বিমান বিভ্রাট, কলকাতা বিমানবন্দরেও চরম দুর্ভোগের শিকার যাত্রীরা