কর্মবিরতি প্রত্যাহার করে অমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তরা, আজ ধর্মতলা থেকে ঘোষণা পরবর্তী কর্মসূচি

কোন পথে আরজি কর প্রতিবাদ আন্দোলন? ১০ ঘণ্টা জেনারেল বডি বৈঠকের পর বড় সিদ্ধান্ত ঘোষণা জুনিয়র ডাক্তারদের।

 

Saborni Mitra | Published : Oct 4, 2024 12:48 PM
110
বড় ঘোষণা জুনিয়র ডাক্তারদের

আরজি কর আন্দোলন কোন পথে? প্রায় ১০ ঘণ্টা বৈঠকের পর বড় ঘোষণা জুনিয়র ডাক্তারদের।

210
আন্দোলনের ঝাঁঝ বাড়ছে

জুনিয়র ডাক্তাররা জানিয়েছে, কর্মবিরতি তুলে নিলেও আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ান হবে। দাবি না পুরন হওয়া পর্যন্ত চলবে আন্দোলন।

310
আমরণ অনশন

জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, তাঁদের দাবি না মিটলে আমরণ অনশনের পথে তাঁরা যাবেন। দাবি না মেটে পর্যন্ত চলবে সেই আন্দোলন।

410
আজ প্রতিবাদ মিছিল

জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, কর্মবিরতি তুলে নিলেও আরজি কর আন্দোলন চলবে। সেই কারণে আজও প্রতিবাদ মিছিল হবে।

510
মিছিলের উদ্যোক্তা

জুনিয়র ডক্টরস ফ্রন্ট মিছিলেন ডাক দিয়েছে। পাশাপাশি দাবি পুরণের জন্য সরকারকে সময়সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

610
তারপরই অনশন

জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানান হয়েছে তাঁদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পুরণ না হলে তারা আমরণ অনশনে বসবেন। যার অর্থ কর্মবিরতি প্রত্যাহার করা হলেও আন্দোলনের ঝাঁঝ আরও বাড়তে পারে।

710
কর্মবিরতি প্রত্যাহারের দিন

জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন। কিন্তু কবে থেকে তাঁরা কাজে যোগ দেবেন তা এখনও জানাননি।

810
আজ মিছিল

আজ দুপুর ২টো নাগাদ কলকাতার সব মেডিক্যাল কলেজ থেকে মিছিল বের করতে পারেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিটি মেডিক্যাল কলেজ থেকে আলাদা আলাদা মিছিল বের হবে। সব মিছিল শেষ হবে ধর্মতলায়

910
পরবর্তী কর্মসূচি ঘোষণা

ধর্মতলা থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে। পাশাপাশি তারা কবে থেকে কাজে যোগ দেবেন তাও জানাতে পারেন।

1010
কর্মবিরতি নিয়ে দ্বিমত

জুনিয়র ডাক্তারদের একাংশ যেমন চাইছেন না কর্মবিরতি তেমনই সিনিয়র ডাক্তাররাও চাইছেন। তবে আন্দোলন এখনই বন্ধ হোক তা কেউই চাইছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos