আরজি কর আন্দোলন কোন পথে? প্রায় ১০ ঘণ্টা বৈঠকের পর বড় ঘোষণা জুনিয়র ডাক্তারদের।
আন্দোলনের ঝাঁঝ বাড়ছে
জুনিয়র ডাক্তাররা জানিয়েছে, কর্মবিরতি তুলে নিলেও আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ান হবে। দাবি না পুরন হওয়া পর্যন্ত চলবে আন্দোলন।
আমরণ অনশন
জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, তাঁদের দাবি না মিটলে আমরণ অনশনের পথে তাঁরা যাবেন। দাবি না মেটে পর্যন্ত চলবে সেই আন্দোলন।
আজ প্রতিবাদ মিছিল
জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, কর্মবিরতি তুলে নিলেও আরজি কর আন্দোলন চলবে। সেই কারণে আজও প্রতিবাদ মিছিল হবে।
মিছিলের উদ্যোক্তা
জুনিয়র ডক্টরস ফ্রন্ট মিছিলেন ডাক দিয়েছে। পাশাপাশি দাবি পুরণের জন্য সরকারকে সময়সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তারপরই অনশন
জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানান হয়েছে তাঁদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পুরণ না হলে তারা আমরণ অনশনে বসবেন। যার অর্থ কর্মবিরতি প্রত্যাহার করা হলেও আন্দোলনের ঝাঁঝ আরও বাড়তে পারে।
কর্মবিরতি প্রত্যাহারের দিন
জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন। কিন্তু কবে থেকে তাঁরা কাজে যোগ দেবেন তা এখনও জানাননি।
আজ মিছিল
আজ দুপুর ২টো নাগাদ কলকাতার সব মেডিক্যাল কলেজ থেকে মিছিল বের করতে পারেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিটি মেডিক্যাল কলেজ থেকে আলাদা আলাদা মিছিল বের হবে। সব মিছিল শেষ হবে ধর্মতলায়
পরবর্তী কর্মসূচি ঘোষণা
ধর্মতলা থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে। পাশাপাশি তারা কবে থেকে কাজে যোগ দেবেন তাও জানাতে পারেন।
কর্মবিরতি নিয়ে দ্বিমত
জুনিয়র ডাক্তারদের একাংশ যেমন চাইছেন না কর্মবিরতি তেমনই সিনিয়র ডাক্তাররাও চাইছেন। তবে আন্দোলন এখনই বন্ধ হোক তা কেউই চাইছেন।